২০ টাকারও নিচে দাম! শেয়ার বাজারে বড় চমক আম্বানির এই কোম্পানির, করে দেবে মালামাল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে বিনিয়োগের ক্ষেত্রে একের পর এক মাধ্যম উপলব্ধ হচ্ছে। কিন্তু সেই সব মাধ্যমগুলির ক্ষেত্রে থেকে যায় ঝুঁকির আশঙ্কা। এদিকে, শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের প্রবণতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সঠিক শেয়ারে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা খুব সহজেই হতে পারেন লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেই রকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব।

শেয়ার বাজারে (Share Market) সবাইকে আকৃষ্ট করছে এই স্টক:

মূলত, বর্তমান প্রতিবেদনে আমরা যে শেয়ারটির বিষয়ে জানাবো সেটি ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) একটি অন্যতম কোম্পানি হিসেবে বিবেচিত হয়। যেটির নাম হল অলোক ইন্ডাস্ট্রিজ। যদিও, বর্তমান সময়ে এই শেয়ারে (Share Market) বড় পতন পরিলক্ষিত হচ্ছে। তবুও, সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদে এই শেয়ারে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা হতে পারেন লাভবান।

গত ৩ মার্চ শেয়ারটি সর্বনিম্ন ১৪ টাকায় নেমেছ। এটি এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন। তবে, বৃহস্পতিবার শেষ কার্য দিবসে, এই শেয়ারটি (Share Market) ১৫.৯৪ টাকায় বন্ধ হয়েছে। শেয়ারটি দিনের আগের তুলনায় ১.৬০ শতাংশ কমে বন্ধ হয়। জানিয়ে রাখি যে, অলোক ইন্ডাস্ট্রিজ মুকেশ আম্বানির সেই সংস্থাগুলির মধ্যে রয়েছে যাদের শেয়ারের দাম ১০০ টাকার কম। এগুলি ছাড়াও, DEN নেটওয়ার্ক সহ আরও অনেক শেয়ার রয়েছে যেগুলি ১০০ টাকার কম লেনদেন করছে।

Share Market Mukesh Ambani Company update.

কোম্পানি সম্পর্কে বিস্তারিত: অলোক ইন্ডাস্ট্রিজ হল একটি টেক্সটাইল কোম্পানি। এই কোম্পানির শেয়ারহোল্ডিং প্যাটার্ন সম্পর্কে বলতে গেলে জানাতে হয় এর প্রোমোটারের কাছে রয়েছে ৭৫ শতাংশ এবং পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে রয়েছে ২৫ শতাংশ শেয়ার রয়েছে। এই কোম্পানিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং জেএম ফাইন্যান্সিয়াল অ্যাসেট রিকনস্ট্রাকশনের যৌথ অংশীদারিত্ব রয়েছে। এতে রিলায়েন্সের ৪০.০১ শতাংশ এবং জেএম ফাইন্যান্সিয়াল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির ৩৪.৯৯ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানির ত্রৈমাসিক ফলাফল সম্পর্কে কথা বললে, এটি ডিসেম্বর ত্রৈমাসিকে ২৭৩ কোটি লোকসান রেকর্ড করেছে. যেখানে গত বছরের একই ত্রৈমাসিকে₹ ২২৯.৯২ কোটি টাকা লোকসান হয়েছে। এদিকে, এই অপারেশন থেকে রেভিনিউ ৩১.০৬ শতাংশ কমে ৮৬৩.৮৬ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে বিরাট হামলা! খতম ভারতের সবথেকে বড় শত্রু

এই কোম্পানিটি ১৯৮৬ সালে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়। অলোক ইন্ডাস্ট্রিজের ব্যবসা আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি ১৯৮৯ সালে তার প্রথম পলিয়েস্টার টেক্সচারাইজিং প্ল্যান্ট শুরু করে। ১৯৯৩ সালের মধ্যে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। কোম্পানিটি বুনন, বয়ন, প্রক্রিয়াকরণ, হোম টেক্সটাইল এবং পোশাকে বৈচিত্র্য আনে।

আরও পড়ুন: ভারত মহাসাগরে ভারতকে চ্যালেঞ্জ পাকিস্তানের! পড়শি দেশ যা করল…..জানলে হবেন “থ”

বাজারের পরিস্থিতি: গত শুক্রবার হোলির কারণে বাজার বন্ধ ছিল। একই সময়ে, বৃহস্পতিবার শেয়ার বাজারে (Share Market) পতন হয়েছে এবং বিএসই সেনসেক্স ২০১ পয়েন্ট কমেছে। রিয়েলটি, আইটি এবং অটো স্টক বিক্রির কারণে সেনসেক্স টানা পঞ্চম ট্রেডিং সেশনে হ্রাস পেয়েছে। সেনসেক্স স্টকগুলির মধ্যে 22 টি লোকসানে এবং ৮ টি লাভে ছিল৷ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ৭৩.৩০ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ হ্রাস পেয়ে ২২,৩৯৭.২০পয়েন্টে বন্ধ হয়েছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, এখানে বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর