টাটার এই মাল্টিব্যাগার শেয়ার বিনিয়োগকারীদের করল মালামাল! আরও বাড়বে দাম, সামনে এল তথ্য

বাংলা হান্ট ডেস্ক: দুর্বল বাজারেও টাটা গ্রুপের AC প্রস্তুতকারী কোম্পানি ভোল্টাসের শেয়ার (Share Market) সবার নজর কেড়েছে। ইতিমধ্যেই ওই শেয়ারগুলি সবুজ স্তরে নিজেদের বজায় রাখছে। প্রথম ত্রৈমাসিকের (Q1FY25) ফলাফলের পরে এই শেয়ারে দুর্ধর্ষ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছিল। পাশাপাশি, কোম্পানির নিট প্রফিটও দ্বিগুণ হয়েছে। গত এক বছরে স্টকটি ভালো রিটার্ন দিয়েছে। যার ফলে বিনিয়োগকারীদের অর্থ প্রায় দ্বিগুণ হয়েছে।

শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলল ভোল্টাসের শেয়ার:

কত বাড়বে এই শেয়ারের দাম: জানিয়ে রাখি যে, ভোল্টাসের শেয়ার (Share Market) কেনার পরামর্শ দিয়েছে গ্লোবাল ব্রোকারেজ হাউস সিটি। শেয়ার প্রতি টার্গেট প্রাইস নির্ধারণ করা হয়েছে ১৭৫৬ টাকা। জানিয়ে রাখি যে, গত সোমবার এই শেয়ারটি ১,৫৮৩ টাকায় বন্ধ হয়েছিল। এমতাবস্থায়, এই শেয়ারের মূল্য প্রায় ১১ শতাংশ বাড়তে পারে। ওই ব্রোকারেজ জানিয়েছে যে, কোম্পানিটি UCP এবং EMP উভয় বিভাগেই বৃদ্ধি বজায় রেখেছে। যার কারণে প্রথম ত্রৈমাসিকে রেভিনিউ/EBITDA/PAT-এর বৃদ্ধি ছিল যথাক্রমে ৪৭ শতাংশ/১৫৩ শতাংশ/১৫৯ শতাংশ। কোম্পানির AC সেগমেন্টে মার্কেট লিডারশিপ বজায় রয়েছে। গত জুন মাসে এই কোম্পানির মার্কেট শেয়ার ছিল ২১.২ শতাংশ।

   

Share Market This multibagger stock of Tata made investors happy.

এদিকে, নোমুরাও ভোল্টাসের শেয়ার (Share Market) কেনার পরামর্শ দিয়েছে। যেখানে টার্গেট প্রাইস রাখা হয়েছে ১,৫১১ টাকা। প্রথম ত্রৈমাসিকে, কোম্পানিটি সমস্ত বিভাগে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। জানিয়ে রাখি যে, AC সেগমেন্টে হাই স্ট্রাকচারাল গ্রোথ ভিজিবিলিটি রয়েছে। এই কারণে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভলিউম গ্রোথ ২০ শতাংশ/১৫ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: এবার এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মখালি! পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ, কিভাবে করবেন আবেদন?

প্রথম ত্রৈমাসিকের ফলাফল: চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ -এর প্রথম ত্রৈমাসিকে ভোল্টাস লিমিটেডের একত্রিত নিট মুনাফা দ্বিগুণ হয়ে ৩৩৫ কোটি টাকা হয়েছে। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এটি ছিল ১২৯.৪২ কোটি টাকা। শেয়ার বাজারে (Share Market) দেওয়া তথ্যে কোম্পানিটি জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে রেকর্ড তৈরি করে ১০ লক্ষ ইউনিট AC বিক্রি হয়েছে। ওই ত্রৈমাসিকে সংস্থার মোট আয় ৫,০০০ কোটি টাকা ছাড়িয়েছে।

আরও পড়ুন: এবার এই সেক্টরের রাজা হবেন মুকেশ আম্বানি! কন্যা ইশার কোম্পানিতে বিনিয়োগ করলেন ১৪,৮৩৯ কোটি

১ বছরে দ্বিগুণ হয়েছে টাকা: ভোল্টাস শেয়ারের পারফরম্যান্স দীর্ঘ মেয়াদে শক্তিশালী ছিল। ১ বছরে এই শেয়ার (Share Market) ৯০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। গত ৫ দিনে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ। শুধুমাত্র গত ৬ মাসেই এই শেয়ারের দাম ৪৪ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি, এই বছর এখনও পর্যন্ত এই শেয়ারের দাম ৬২ শতাংশ বেড়েছে। এদিকে, ৫ বছরের পরিসংখ্যান অনুযায়ী এই শেয়ার ১৭০ শতাংশ রিটার্ন দিয়েছে। BSE-তে এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ১,৫৯৯.৩০ এবং নিম্ন স্তর হল ৭৯৪.১৫। এর পাশাপাশি এই কোম্পানির মার্কেট ক্যাপ হল ৫২,২৭৯ কোটি টাকার বেশি।

(সতর্কীকরণ: এই প্রতিবেদনে শুধুমাত্র পরিসংখ্যানগুলি উপস্থাপিত করা হয়েছে। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞ উপদেষ্টার সাথে পরামর্শ করুন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর