বিনিয়োগকারীদের মালামাল করল টাটার এই শেয়ার! ১ বছরেই মিলল ২০৭ শতাংশের রিটার্ন

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার মার্কেটে (Share Market) তালিকাভুক্ত টাটা গ্রুপের কোম্পানিগুলির শেয়ার প্রায় সবসময় থাকে খবরের শিরোনামে। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের প্রবীণ শিল্পপতি রতন টাটার মালিকানাধীন কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড মঙ্গলবার বিনিয়োগকারীদের বিপুলভাবে লাভবান করেছে।

শেয়ার মার্কেটে (Share Market) কামাল করল টাটার এই শেয়ার:

মূলত, মঙ্গলবার এই শেয়ারে (Share Market) ২০ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। যার ফলে এই শেয়ারের দাম পৌঁছে যায় ৭,৪১৪ টাকায়। এর পাশাপাশি এই শেয়ারের দাম ইন্ট্রাডেতে হাই লেভেলেও পৌঁছেছে। মঙ্গলবার সকালে টাটা ইনভেস্টমেন্টের শেয়ার ৬,১৭৮.৩৫ টাকার লেভেলে ওপেন হয়েছিল।

Share Market this share of Tata benefited the investors.

১ বছরে ২০৭ শতাংশ রিটার্ন: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চলতি মাসে এই শেয়ার (Share Market) দৃঢ়ভাবে পারফর্ম করেছে। গত এক মাসে এটি ১৭ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তবে গত কয়েক মাসে নিম্নমুখী প্রভাব পরিলক্ষিত হয়েছিল। এই শেয়ারটির দর ২০২৪-এর মার্চ থেকে জুলাইয়ের মধ্যে প্রায় ১৩ শতাংশ হ্রাস পেয়েছিল। কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এটি ১০০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। গত এক বছরের পরিসংখ্যান অনুযায়ী, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড তার বিনিয়োগকারীদের ২০৭ শতাংশের বেশি মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। যেখানে পাঁচ বছরে এটি ৮৬১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: হয়ে যান প্রস্তুত! এবার YouTube দেখতে গেলেই পকেটে পড়বে টান, করতে হবে এত খরচ

টাটা সন্সের ৬৮.৫ শতাংশ শেয়ার: উল্লেখ্য যে, টাটা ইনভেস্টমেন্টস টাটা সন্সের একটি সহযোগী সংস্থা। টাটা সন্সের পরে এটির ক্ষেত্রে ৬৮.৫ শতাংশের বেশি শেয়ার (Share Market) রয়েছে। যেখানে টাটা পাওয়ার, টাটা কেমিক্যালস, টাটা স্টিল, টাটা কনজিউমার প্রোডাক্টস এবং ট্রেন্টের ০.৫ থেকে ১.৬ শতাংশ শেয়ার রয়েছে। জানিয়ে রাখি যে, ২০,০০০ কোটি টাকারও বেশি ঋণ পরিশোধ করার পরে, টাটা সন্স ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা দিয়েছে। এরপর তা নন-লিস্টেড থাকার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: iPhone 16 লঞ্চের আগেই বড় ঘোষণা! ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখকে নতুন দায়িত্ব দিল Apple

BSE এবং NSE নজরদারি বাড়িয়েছে: জানা গিয়েছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের সতর্ক করেছিল। উভয় এক্সচেঞ্জ দীর্ঘমেয়াদী ভিত্তিতে টাটা বিনিয়োগে সিকিউরিটিজ স্থাপন করেছে। এই শেয়ারের (Share Market) ক্রমবর্ধমান অস্থিরতার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার জন্য, এক্সচেঞ্জগুলি দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় ASM কাঠামো ব্যবহার করে।

বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগ করা একটি ঝুঁকির বিষয়। তাই, এখানে বিনিয়োগ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর