মোদী ম্যাজিক! প্রধানমন্ত্রী শুধু নাম ধরতেই তুঙ্গে LIC-র শেয়ার, নজির গড়ল জীবন বিমা নিগম

বাংলা হান্ট ডেস্ক: LIC (Life Insurance Corporation Of India)-র শেয়ারে ঊর্ধ্বগতির পেছনে তাহলে কি রয়েছে “মোদী ম্যাজিক”? অন্তত সংস্থার শেয়ারের ফলাফলের ভিত্তিতে এমনটাই মনে করছেন সবাই। যখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রাজ্যসভায় LIC-র উল্লেখ করেছেন, তখন থেকেই এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে। শুধু তাই নয়, তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলের ভিত্তিতে LIC-র শেয়ারের দাম গত শুক্রবার সকালের ট্রেডিংয়ে ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৫২-সপ্তাহের উচ্চ স্তরে পৌঁছে যায়।

উল্লেখ্য যে, ওই সংস্থার পারফরম্যান্স নিয়ে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের কারণে, গত বৃহস্পতিবার প্রথমবারের মতো LIC-র মার্কেট ক্যাপ প্রায় ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী LIC-র উল্লেখ করে রাজ্যসভায় জানান, “বিরোধীরা LIC সম্পর্কে গুজব ছড়িয়েছিল। কিন্তু আজ এর শেয়ার রেকর্ড উচ্চতায় ব্যবসা করছে।”

Shares of LIC rose just because the Prime Minister took its name

জানিয়ে রাখি যে, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে, LIC-র নেট মুনাফা ৪৯ শতাংশ বেড়ে ৯,৪৪৪ কোটি টাকা হয়েছে। যা গত অর্থবর্ষের একই ত্রৈমাসিকে ছিল ৬,৩৩৪ কোটি টাকা। অপরদিকে, এই ত্রৈমাসিকে LIC-র মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ২,১২,৪৪৭ কোটি টাকা। যা গত অর্থবর্ষের একই ত্রৈমাসিকে ১,৯৬,৮৯১ কোটি টাকা ছিল।

আরও পড়ুন: অবশেষে দুর্দিন শেষ হবে Paytm-এর! শীঘ্রই কেন্দ্র নিতে পারে এই সিদ্ধান্ত, সামনে এল বড় তথ্য

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ার গত বৃহস্পতিবার ৬ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ার পরে, এর মার্কেট ক্যাপ ৬.৯৯ লক্ষ কোটি টাকায় পৌঁছে যায় এবং এইভাবেই LIC দেশের পঞ্চম সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে। মূলত, মার্কেট ক্যাপের পরিপ্রেক্ষিতে LIC ICICI ব্যাঙ্ককে ছাড়িয়ে দেশের পঞ্চম সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: এবার বিয়ে করলেই হয়ে যাবেন লাখপতি! ১০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার, কপাল খুলবে এই দুর্দান্ত স্কিম

উল্লেখ্য যে, ১৯,৬৪,০৪৪.৯৪ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি। এর পরে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (১৫,১৩,২১৮.৯৯ কোটি টাকা), তৃতীয়তে রয়েছে HDFC ব্যাঙ্ক (১০,৫৬,১৫০.৫১ কোটি টাকা), চতুর্থতে ইনফোসিস (৭,০২,৭৫৪.৬৬ কোটি টাকা) এবং তারপরে LIC রয়েছে পঞ্চম (৬,৯৯,৭০২.৮৭কোটি টাকা) স্থানে। জানিয়ে রাখি যে, মার্কেট ক্যাপ অনুসারে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (SBI) পেছনে ফেলে গত মাসে দেশের সবচেয়ে মূল্যবান PSU কোম্পানি হয়ে উঠেছে LIC। এদিকে, BSE-তে শুক্রবার ট্রেডিংয়ের শেষে LIC-র শেয়ার ২.৩০ শতাংশ পতনের সাথে ১,০৮০.৮৫ টাকায় দাঁড়িয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর