CAA-NRC নিয়ে ভুয়ো তথ্যে ভরা লিফলেট মসজিদ গুলোতে বিলি করত শারজিল! তথ্য সামনে আনল দিল্লী পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ দেশদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) প্রাক্তন ছাত্র শারজিল ইমাম (Sharjeel Imam) এর মামলায় দিল্লী পুলিশ (Delhi Police) অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শারজিল ইমামের বসন্ত কুঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল।

images 1 12

শারজিল ইমাম সেখানে ভাড়া থাকত। সার্চ অপারেশনে শারজিলের ল্যাপটপ আর ডেস্কটপ উদ্ধার করা হয়েছে। শারজিলের মোবাইল ফোন জাহানাবাদের কাকো গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। শারজিলের ভাই তাঁর ফোন সনাক্ত করেছিল।।

শারজিল ইমাম নাগরিকতা সংশোধন আইন আর নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রচুর পরিমাণে বিভ্রান্তিকর লিফলেট মসজিদে মসজিদে বিলি করত। ক্রাইম ব্রাঞ্চ এরকম অনেক লিফলেট উদ্ধার করেছে। ক্রাইম ব্রাঞ্চ সেই প্রেসের খোঁজও পেয়েছে, যেখানে শারজিল ইমাম এই বিতর্কিত লিফলেট ছাপিয়েছিল। ক্রাইম ব্রাঞ্চ আরও তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর