অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয়, রাজেশ খান্নার সঙ্গে কাজ করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়েছিলেন শর্মিলা!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে অনস্ক্রিন যতগুলি জুটি এসেছে তাঁদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে একেবারে প্রথম দিকে স্থান পাবেন রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছিলেন তাঁরা। সেই সব ছবি শুধুই যে সুপারহিট হয়েছে তাই নয়, এই ছবিগুলিতে অভিনয় করেই ভারতীয় ফিল্ম জগতের প্রথম ‘সুপারস্টার’ এর তকমা পেয়েছিলেন রাজেশ খান্না। কিন্তু তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যাতেও পড়তে হয়েছিল শর্মিলাকে (Sharmila Tagore)।

বলিউডের আইকনিক জুটি রাজেশ শর্মিলা (Sharmila Tagore)

রাজেশ শর্মিলা (Sharmila Tagore) জুটির ‘আরাধনা’ ছবিটি আজো সিনেপ্রেমীদের প্রিয় ছবিগুলির তালিকায় উজ্জ্বল স্থান দখল করে রেখেছে। ১৯৬৯ সালের ছবিটি রাজেশ খান্নাকে সুপারস্টার উপাধি এনে দিয়েছিল। পাশাপাশি এই ছবি নিয়ে আরো স্মৃতি রয়েছে শর্মিলার (Sharmila Tagore)। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘কাকা’র (বলিউডে এই নামেই জনপ্রিয় ছিলেন রাজেশ খান্না) সঙ্গে তাঁর অনেকগুলি ছবি রয়েছে। তাঁদের জুটি খুবই ভালো ছিল পর্দায়।

Sharmila tagore faced these problems with rajesh khanna

গর্ভবতী হয়েও করেছেন শুটিং: এরপরেই ‘আরাধনা’ ছবির একটি বিশেষ স্মৃতি শেয়ার করেন বর্ষীয়ান অভিনেত্রী। তিনি জানান, ওই ছবিটির শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তাঁর গর্ভে ছিলেন সইফ। আবার রাজেশের সঙ্গে আরেকটি ছবি ‘ছোটি বহু’তে অভিনয়ের সময়ে শর্মিলার (Sharmila Tagore) গর্ভে ছিলেন ছোট মেয়ে সোহা।

আরো পড়ুন :পুষ্পা জ্বরে কাবু মুকেশ খান্নাও! ‘শক্তিমান চরিত্রের জন্য…’, আল্লুর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা

কী সমস্যায় পড়তে হয়েছিল শর্মিলাকে: অন্তঃসত্ত্বা অবস্থাতেও শুটিং বন্ধ করেননি শর্মিলা (Sharmila Tagore)। তবে রাজেশ খান্নার সঙ্গে অভিনয় করতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল শর্মিলাকে (Sharmila Tagore)। রাজেশ খান্না নাকি দেরি করে সেটে আসার জন্য পরিচিত ছিলেন। আবার ক্যামেরায় তাঁদের দুজনের সেরা প্রোফাইল ছিল এক। তাই দুজনেই চাইতেন যাতে ক্যামেরাম্যান তাঁদের সেরা দিকটা ফুটিয়ে তুলুক।

আরো পড়ুন :অভিষেকের সঙ্গে বিয়ের পরের বছরই… ঐশ্বর্যকে এক রাতের জন্য পেতে কী করেছিলেন রাষ্ট্রপতি!

রাজেশ শর্মিলা জুটির আরাধনা ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল। ছবির গানগুলিও একই রকম জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও সফর, দাগ এর মতো ছবিতেও দর্শকরা খুবই পছন্দ করেছিল এই জুটিকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর