বাংলাহান্ট ডেস্ক: বলিউডের নবাব পতৌদি পরিবারের সদস্য হলেও আদতে কিন্তু বাংলা ছবি দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন শর্মিলা ঠাকুর (sharmila tagore)। অভিজাত এই পরিবারে যেদিন থেকে অভিনেত্রী বউ হয়ে প্রবেশ করেছিলেন সেদিন থেকেই বিনোদন ইন্ডস্ট্রিতে অলিখিত ভাবে নাম জুড়ে যায় নবাব পরিবারের। আর এখন তো প্রায় গোটা পরিবারটাই ফিল্মি পরিবার হয়ে উঠেছে।
বাংলা ছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম শর্মিলা। প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয়ে পা রাখা, অল্পদিনের মধ্যেই নিজের টানা টানা চোখের নেশায় মাতাল করেছিলেন তিনি দর্শককে। ‘অপুর সংসার’এ অভিনয়ে হাতেখড়ির থেকে ‘অরণ্যের দিনরাত্রি’ শর্মিলার রূপে, অভিনয়ে মজেছিলেন সকলেই।
বিশেষত সত্যজিৎ রায়কে একরকম নিজের মেন্টর রূপেই মানতেন শর্মিলা। পরিচালকের সঙ্গে সবথেকে বেশিবার কাজ করেছিলেন তিনি। ‘মানিকদা’র সঙ্গে প্রায় পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। তাই এক পার্টিতে নিজের শ্রদ্ধেয় মানুষটিকে দেখে ছেলের সঙ্গে আলাপ করাতে দেরি করেননি শর্মিলা।
সেদিনের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে স্পষ্ট এটি কোনো বলিউডের সান্ধ্য পার্টির। সেখানে বড় ছেলে সইফ আলি খানকে নিয়ে উপস্থিত ছিলেন শর্মিলা। এমন সময়ে বলিউড পরিচালক তথা প্রযোজক বি আর চোপড়ার সঙ্গে সত্যজিৎ রায় প্রবেশ করতেই ক্যামেরার ফোকাস গিয়ে পড়ে তাঁদের উপর।
সঙ্গে সঙ্গে মানিকদার সঙ্গে কথা বলতে এগিয়ে যান শর্মিলা। আলাপ করিয়ে দেন ছেলে সইফের সঙ্গে। তরুণ সইফ কপালে হাত ঠেকিয়ে আদাব জানান সত্যজিৎ রায়কে। মুখে হাসি নিয়ে তাঁর সঙ্গে হাত মেলান পরিচালক। ভিডিওটি ভাইরাল হতেই উচ্ছ্বসিত নেটিজেনরা। সত্যজিতের সঙ্গে শর্মিলা ও সইফকে এক ফ্রেমে দেখে অভিভূত অনেকেই। তরুণ অভিনেতার আদাব জানানোর ভঙ্গিমারও প্রশংসা করেছেন অনেকে।