অভিনয়ে ফিরলেন সত‍্যজিতের ‘দেবী’, ১১ বছর পর নবাবি প্রত‍্যাবর্তন শর্মিলার

বাংলাহান্ট ডেস্ক: এক সময়ে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন বাংলা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সত‍্যজিৎ রায়ের নায়িকা বলিউডকেও মুগ্ধ করেছেন নিজের অভিনয় দিয়ে। অবসর নেওয়ার পরেও আভিজাত‍্য বজায় রেখেছেন পতৌদি পরিবারের বধূ। এতদিন সংসার ধর্ম পালন করার পর আবারো লাইট ক‍্যামেরা অ্যাকশনে ফিরছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)।

দীর্ঘ ১১ বছর পর ফেরা। পরিচালক রাহুল চিত্তেলার ছবি ‘গুলমোহর’ এর হাত ধরেই অভিনয়ে ফিরছেন তিনি। ছবিতে থাকছেন মনোজ বাজপেয়ী, অমোল পালেকর, সূরজ শর্মা এবং সিমরন ঋষি বাগ্গার মতো অভিনেতা অভিনেত্রীরা। বাত্রা পরিবারকে নিয়ে এই ছবির গল্প যেখানে একাধিক প্রজন্মের সদস‍্য রয়েছেন।

sharmila amar prem
দীর্ঘ ৩৪ বছরের পৈতৃক বাড়ি ছেড়ে দেওয়া নিয়ে এই ছবির গল্প। তবে বড়পর্দায় নয়, ছবিটি মুক্তি পাবে ডিজিটাল প্ল‍্যাটফর্মে। আগামী অগাস্ট মাসে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়ার কথা রয়েছে গুলমোহরের।

২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘ব্রেক কে বাদ’। সেটাই শর্মিলার শেষ অভিনীত ছবি। তিনি ছাড়াও ছিলেন দীপিকা পাডুকোন ও ইমরান খান। এত বছর পর আবারো চেনা দুনিয়ায়। সংবাদ মাধ‍্যমকে শর্মিলা বলেন, গুলমোহরের গল্পটা পড়েই তিনি ঠিক করে নিয়েছিলেন, এই ছবি দিয়েই কামব‍্যাক করবেন তিনি। পরিবারকে নিয়ে দেখার মতো একটা ছবি। দর্শকদের ভাল লাগবে বলেই আশাবাদী অভিনেত্রী।

https://www.instagram.com/p/CdXTpamDpN1/?igshid=YmMyMTA2M2Y=

 

‘অপুর সংসার’ ছবির হাত ধরে অভিনয়ে পা রাখা শর্মিলা ঠাকুরের। বিশ্বকবির প‍রিবারের মেয়ে শোবিজ দুনিয়াতেও ম‍্যাজিক দেখিয়েছেন। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ‍্যায় থেকে শুরু করে রাজেশ খান্না, ধর্মেন্দ্রর মতো বলিউড তারকার বিপরীতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন সুন্দরী শর্মিলা। তাঁর দ্বিতীয় ইনিংসের দিকে তাকিয়ে এবার অনুরাগীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর