বয়স হতেই কদর শেষ, ফিরেও তাকায় না বলিউড, ক্ষোভ উগরে দিলেন শর্মিলা

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সিনেমার দাপুটে অভিনেত্রীদের মধ্যে একজন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। সত্যজিৎ রায়ের ছবি দিয়ে অভিনয়ে পা রাখার পর একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি, যার প্রতিটাই প্রায় ক্লাসিক হয়ে রয়েছে। বাংলা ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও হিন্দি সিনেমা জগৎ তাঁর প্রতিভা চিনে নিতে দেরি করেনি। অচিরেই বলিউডেও প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেন শর্মিলা।

অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর রূপের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে ছিল গোটা বলিউড। কয়েক দশক ধরে রূপোলি পর্দায় রাজত্ব করার পর ধীরে ধীরে ক্যামেরার থেকে দূরত্ব বাড়াতে থাকেন তিনি। তবে সম্প্রতি আবারো অভিনয়ে ফিরেছেন শর্মিলা। আর ফিরেই বলিউড সম্পর্কে এক বিষ্ফোরক বয়ান দিয়েছেন তিনি।

Sharmila scaled

শর্মিলা বলেন, বলিউড এখনো মহিলাদের বয়স নিয়ে খুঁতখুঁতে রয়েছে। তাঁর মতো প্রথম সারির অভিনেত্রীদের যোগ্য চরিত্র নেই। অথচ নায়কদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। শর্মিলা বলেন, অমিতাভ বচ্চন এবং অনুপম খেরদের জন্য স্পেশ্যাল স্ক্রিপ্ট লেখা হয়। কিন্তু ওয়াহিদা রহমানের জন্য কোনো চরিত্রই ভাবা হয় না। দর্শকরাই মূল লক্ষ্য সেটা তিনিও জানেন। তবে পরিচালকদের অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন শর্মিলা।

তবে তিনি এও স্বীকার করেছেন, ইন্ডাস্ট্রি বদলাচ্ছে। অনেক পরিণত অভিনেতাদের উত্থান ঘটছে। এ বিষয়ে নীনা গুপ্তার ভূয়সী প্রশংসা করে শর্মিলা বলেন, নীনা সত্যিই অনবদ্য একজন অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর ভাল ভাল অভিনেতা রয়েছেন। একটু সময় লাগবে ঠিকই, তবে বলিউড বদলাবে, বিশ্বাস শর্মিলা ঠাকুরের।

প্রসঙ্গত, দীর্ঘ ১১ বছর পর পরিচালক রাহুল চিত্তেলার ছবি ‘গুলমোহর’ এর হাত ধরেই অভিনয়ে ফিরছেন শর্মিলা। ছবিতে থাকছেন মনোজ বাজপেয়ী, অমোল পালেকর, সূরজ শর্মা এবং সিমরন ঋষি বাগ্গার মতো অভিনেতা অভিনেত্রীরা। বাত্রা পরিবারকে নিয়ে এই ছবির গল্প যেখানে একাধিক প্রজন্মের সদস‍্য রয়েছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর