‘তৈমুর না জন্মালেই ভাল হত’! এত বছর পর বউমা করিনাকে নিয়ে মুখ খুললেন শর্মিলা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনেক স্টারকিডস আসবে যাবে, কিন্তু তৈমুর আলি খানের (Taimur Ali Khan) জায়গা কেউ নিতে পারবে না। করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং সইফ আলি খানের (Saif Ali Khan) প্রথম সন্তান জন্মের পর মুহূর্ত থেকেই তারকা বনে গিয়েছিল। খুদের ফোলা ফোলা গাল আর অবাক চোখে পাপারাৎজির দিকে তাকিয়ে থাকা, হাত নাড়া দেখে গলে জল হননি এমন মানুষ হয়তো কমই আছে। কিন্তু শর্মিলা ঠাকুর সম্প্রতি নাতি সম্পর্কে এমন মন্তব্য করলেন যা শুনে অবাক হয়ে গিয়েছেন সকলেই।

ছেলে, মেয়ে, বউমা, জামাই, নাতি নাতনি নিয়ে ভরা সংসার শর্মিলার। অভিনয়কে অনেক দিন আগেই বিদায় জানিয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি আবারো ‘গুলমোহর’এর হাত ধরে কামব্যাক করেছেন প্রবীণ অভিনেত্রী। নতুন প্রোজেক্টের জন্য বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন তিনি।

1652591790 sharmila

এমনি এক সাক্ষাৎকারে তৈমুর সম্পর্কে মুখ খোলেন শর্মিলা। সইফের দ্বিতীয় পক্ষের প্রথম সন্তান তৈমুর, নাতি শর্মিলার বড় আদরের। কিন্তু ছোটে নবাবের জন্মের পর বিতর্ক কম হয়নি। তার নামের জন্য তীব্র আপত্তি জানিয়েছিলেন অনেকেই। এমনকি করিনা এবং তৈমুরের মৃত্যু কামনা করতেও ছাড়েননি কয়েকজন।

সাক্ষাৎকারে শর্মিলা বলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন। কিন্তু একটি পোস্ট তাঁর নজরে পড়েছিল যা এত বছরেও ভুলতে পারেননি তিনি। সেখানে লেখা ছিল, করিনার জিকা হয়ে গেলে ভাল হত। তৈমুরের জন্মই হত না! শর্মিলা বলেন, তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন এটা ভেবে যে একটা সদ্যোজাত শিশুরও ক্ষতির কথা কেউ কীভাবে ভাবতে পারে। এরা কি আদৌ মানুষ?

প্রবীণ অভিনেত্রী নিজেও বহুবার সমালোচিত হয়েছেন, কটাক্ষের মুখে পড়েছেন। তিনি বলেন, কারোর পক্ষে সবার মন যুগিয়ে চলা সম্ভব নয়। অন্যদের কথা মতো চলতে গেলে নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো চাপা পড়ে যায়। তাই সবথেকে ভাল নিজেকে খুশি করা।

সম্পর্কিত খবর

X