বাংলাহান্ট ডেস্ক: কিংবদন্তি লতা মঙ্গেশকরের (lata mangeshkar) প্রয়াণের গোটা দেশ বিদেশ থেকে শ্রদ্ধা জানিয়ে বার্তা আসছে। চোখের জলে জীবন্ত সরস্বতীকে শেষ বিদায় জানিয়েছে ভারতবাসী। গত রবিবার থেকেই একের পর তারকা ছবি শেয়ার করে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন প্রয়াত গায়িকার উদ্দেশে। নীতু কাপুর, শ্রদ্ধা কাপুররা শেয়ার করেছেন গায়িকার সঙ্গে অদেখা ছবি।
শর্মিলা ঠাকুর (sharmila tagore) স্মৃতিচারণ করেছেন কিংবদন্তি গায়িকাকে নিয়ে। লতা মঙ্গেশকরের কাছে বকা শুনতে হয়েছিল পতৌদি পরিবারের বেগমকে। কেন? কারণ স্বামী এমন নামী একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও তিনি ক্রিকেটের ‘ক’ও বুঝতেন না। এদিকে আদ্যোপান্ত গানের জগতের মানুষ লতা মঙ্গেশকর ছিলেন খেলার ভক্ত। তাই শর্মিলার অজ্ঞানতা দেখে বেশ রেগে গিয়েছিলেন গায়িকা।
সম্প্রতি একটি রেডিও চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে লতা প্রসঙ্গে শর্মিলা বলেন, “উনি এত ক্রিকেট ভক্ত ছিলেন। শুধু একজন দর্শক হিসাবে নয়, ক্রিকেটের খুঁটিনাটি সব জানতেন তিনি।” খেলার বিষয়ে বর্ষীয়ান গায়িকার সঙ্গে এক কথোপকথনের কথা মনে করেন শর্মিলা। তিনি বলেন, “উনি কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন আমাকে। আমি যথারীতি উত্তর দিতে পারিনি। আর উনি খুব রেগে গিয়েছিলেন আমার উপরে। আমাকে প্রশ্ন করেছিলেন, ‘কেন জান না তুমি? তোমার জানা উচিত’।”
উত্তরে শর্মিলা বলেছিলেন, “আমার স্বামী একজন ক্রিকেটার। আমি তো নই”। কিন্তু ছাড়বার পাত্রী ছিলেন না লতা মঙ্গেশকর। তিনি বলেছিলেন, তাও শর্মিলার উচিত এগুলো জানা। পুরনো স্মৃতি মনে করে অভিনেত্রী বলেন, “ধমক খেয়ে নিজের জায়গা বুঝে গিয়েছিলাম আমি।”
উল্লেখ্য, শর্মিলার জন্য বেশ কয়েকটি আইকনিক গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর। তার মধ্যে ‘চন্দা হ্যায় তু মেরা সূরজ হ্যায় তু’, ‘আব কে সজন সাওয়ান মে’র মতো গান রয়েছে। শর্মিলা কন্যা সাবা আলি খান তাঁর বাবা ক্রিকেটার তথা পতৌদির নবাব মনসুর আলি খান পতৌদির সঙ্গে লতা মঙ্গেশকরের একটি পুরনো ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছিলেন।