বাংলাহান্ট ডেস্ক : তাঁর আভিজাত্য, ব্যক্তিত্ব এখনো টেক্কা দিতে পারে যেকোনো তরুণ প্রজন্মের অভিনেত্রীকে। গ্ল্যামার থেকে অভিনয় দক্ষতা সবেতেই সমকালীন নায়িকাদের থেকে কিছুটা এগিয়েই থাকবেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। নিজের কেরিয়ার, সিদ্ধান্তগুলি নিয়ে বরাবর খুব স্পষ্ট ধারণা থেকেছে তাঁর। সমাজের চোখ রাঙানিকে চ্যালেঞ্জ জানিয়ে করেছেন পরপর দুঃসাহসিক কাজ। সে কেরিয়ারের ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে। তবে একটি বিষয় লুকিয়ে গিয়েছিলেন তিনি। অনেক দিন পর তা জাতীয় টেলিভিশনে প্রকাশ করেন শর্মিলা (Sharmila Tagore)।
ক্যানসারে আক্রান্ত হন শর্মিলা (Sharmila Tagore)
একটা সময় মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করতে হয়েছে প্রবীণ অভিনেত্রীকে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। কিন্তু সেকথা ঘুণাক্ষরেও জানতে পারেনি অন্য কেউ। এতদিন পর সুস্থ হয়ে জীবনের এই অধ্যায়টা তিনি ফাঁস করেন কফি উইথ করণ শো তে। শোয়ের একটি পর্বে ছেলে সইফ আলি খানের সঙ্গে এসেছিলেন শর্মিলা (Sharmila Tagore)। সেখানেই প্রথম একথা জানান অভিনেত্রী।
কাজ করার কথা ছিল করণের ছবিতে: সে সময়ে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির হাত ধরে ফের পরিচালক হিসেবে কামব্যাক করেছিলেন করণ। ওই ছবির বিষয়ে বলতে গিয়ে শোতে তিনি জানান, শাবানা আজমির অভিনীত চরিত্রটির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন শর্মিলা (Sharmila Tagore)। তিনি প্রস্তাবও দিয়েছিলেন অভিনেত্রীকে। কিন্তু অসুস্থতার কারণে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শর্মিলা। তারপরেই শাবানার কাছে যান করণ এবং তিনি চরিত্রটি করতে রাজি হন। তবে শর্মিলার (Sharmila Tagore) সঙ্গে কাজ না করতে পারার আক্ষেপ তাঁর রয়েই গিয়েছে বলে মন্তব্য করেন করণ।
আরো পড়ুন : বাংলাদেশে আর শোনা যাবে না ‘জয় বাংলা’ স্লোগান! হাসিনাকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লাগল ইউনূস সরকার
ক্যানসার নিয়ে অকপট অভিনেত্রী: করণের কথার উত্তরে শর্মিলা (Sharmila Tagore) বলেন, ওটা কোভিডের সময় ছিল। ভ্যাকসিন নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি তখন। তাঁরাও তখন টিকা পাননি। উপরন্তু ক্যানসার নিয়ে তাঁর যা অভিজ্ঞতা, এরপর চিকিৎসকরাও চাননি যে তিনি ঝুঁকি নেন। এর বেশি আর কিছুই বলেননি শর্মিলা (Sharmila Tagore)। তবে তাঁর কথা থেকে বোঝা গিয়েছে যে তিনি এখন সুস্থ রয়েছেন।
আরো পড়ুন : ট্রেনিং শেষ করেও যোগ দেওয়া হল না চাকরিতে! ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু IPS আধিকারিকের
প্রসঙ্গত, শর্মিলার আবারো বড়পর্দায় ফেরার খবরও জানা গিয়েছে সম্প্রতি। ছবির নাম ‘আউটহাউস’। সূত্রের খবর অনুযায়ী, ছবিতে শর্মিলার বিপরীতে দেখা যাবে মোহন আগাসেকে। ছবিটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। ছবির পরিচালনা করেছেন সুনীল সুক্তাঙ্কর। এছাড়াও ছবিতে থাকছেন সোনালি কুলকার্নি, নীরজ কবি, সুনীল অভয়ঙ্করের মতো অভিনেতা অভিনেত্রীরা।