RCB-র হয়ে করলে ভারতীয় দলের হয়ে কেন নয়? কোহলির উদ্দেশ্যে প্রশ্ন শাস্ত্রীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে (IPL 2023) আরসিবির (RCB) ঘোষিত অধিনায়ক হলেন দক্ষিণ আফ্রিকান তারকা ফ্যাফ দু প্লেসিস (Faf du Plessis)। কিন্তু চোটের কারণে তিনি পরপর তিন ম্যাচে ফিল্ডিং করতে নামতে পারেননি। তার বদলে এই সময় দলকে নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তার নেতৃত্বে তিন ম্যাচে দুটি জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিরাট কোহলিকে অধিনায়কত্ব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে এটা এমন কোন কাজ নয় যেটা তিনি আগে করেননি। শেষবার তাকে আরসিবি অধিনায়ক হিসেবে দেখা দিয়েছিল ২০২১ সালে। ওই বছরেই ভারতীয় ক্রিকেটের সীমিত ওভারের দলগুলি থেকে তার নেতৃত্বের যুগের অবসান হয়ে গিয়েছিল। এরপর ২০২২ সালের একদম শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শেষে তিনি টেস্ট অধিনায়কত্ব থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

এরপর সকলেই ধরে নিয়েছিলেন যে নেতা বিরাট কোহলিকে আর দেখা যাবে না। কিন্তু চলতি আইপিএলে দু প্লেসিসের চোট তাকে আরো একবার সুযোগ করে দিয়েছেন নেতৃত্বের দায়িত্ব কাঁধে নেওয়ার। আর এই ব্যাপারটি দেখে ভারতীয় দল সম্পর্কে কিছুটা হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী।

ravi shastri

প্রাক্তন ভারতীয় কোচ জানিয়েছেন যে আরসিবির হয়ে যদি বিরাট কোহলি অধিনায়ক হিসেবে মাঠে নামতে পারেন তাহলে ভারতীয় দলের প্রয়োজনেও তাকে ব্যবহার করা যেত। গত বছর রোহিত শর্মা করনা আক্রান্ত হওয়ার কারণে বুমরাকে একটি টেস্টে অধিনায়কত্ব করতে হয়েছিল ইংল্যান্ডের মাঠে। সেই স্মৃতি ফিরিয়ে এনেছেন রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, “ইংল্যান্ডের ওই একটি টেস্ট যা তার আগের বছর করোনার আতঙ্কের কারণে খেলা যায়নি সেই টেস্টের কোহলিকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে হয়তো ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে আবারও একবারে সিরিজ জয়ের স্বাদ পেতো। আমি জানি না রাহুল দ্রাবিড় এই নিয়ে ওর সঙ্গে কথা বলেছিলেন কিনা, তবে বিরাট অধিনায়ক থাকলে ও ক্রিকেটারদের ভেতর থেকে সেরাটা বার করে আনতে পারতো।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর