শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল গোটা কামরা

বাংলা হান্ট ডেস্কঃ নয়া দিল্লী থেকে দেরাদুন যাওয়া শতাব্দী এক্সপ্রেসের কোচে আগুন লাগার কারণে চাঞ্চল্য ছড়ায়। লোকো পাইলট আর গার্ডের সতর্কতার কারণে ট্রেনটিকে মাঝ পথেই থামানো হয়। এরপর রেলের আধিকারিকদের সূচনা দেওয়া হয়।

জানা যাচ্ছে যে, লোকো পাইলট এমার্জেন্সি ব্রেক কোষে ট্রেনকে রাজাজি জঙ্গলের মাঝে থামিয়ে দেন। এরপর কোচ সি-৪ কে তৎকাল খালি করানো হয়। এর পাশাপাশি কোচটিকে ট্রেনের থেকে আলাদা করে অন্য কোচগুলোকে সুরক্ষিত করা হয়।

কোচ সি-৪ এ সওয়ার সমস্ত যাত্রী সুরক্ষিত। কোচের সমস্ত যাত্রীকে অন্য কোচে শিফট করা হয়েছে। এরপর ট্রেন আবার দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনার পর দেরাদুন স্টেশনের বাইরে অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়। স্বাস্থ্য কর্মী আর পুলিশ কর্মীদের দেরাদুন স্টেশনের বাইরে নিযুক্ত করা হয়।

দুপুর ১২ঃ৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ওই কোচে ৩৫ জন যাত্রী সওয়ার ছিলেন। শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর