শতরূপ আর লেনিনের জন্মদিন এক? বাম নেতার বার্থডে নিয়ে প্রশ্ন দলেরই অন্দরে! চারিদিকে নিন্দার ঝড়

বাংলা হান্ট ডেস্ক : ফের বিতর্কে শতরূপ ঘোষ। কিংবদন্তী লেনিনের জন্মবার্ষিকীতে জন্মদিন পালন করে আবরও তীব্র নিন্দার মুখে পড়লেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। আলিমুদ্দিনের বহু নেতা থেকে শুরু করে একাধিক বামপন্থী ব‌্যক্তিত্ব একসুরে শতরূপের ‘এযুগের লেনিন’ সাজতে চাওয়াকে তীব্র কটাক্ষ করেছেন।

পার্টি নেতার এমন ‘জন্মদিন জালিয়াতি’ করা নিয়ে সিপিএম রাজ‌্য কমিটির এক নেতা রবিবার দাবি করেন,’ প্রমোদ দাশগুপ্ত-অনিল বিশ্বাসরা যে ত‌্যাগ ও পরিশ্রমের মধ‌্য দিয়ে বাংলায় সিপিএমকে দাঁড় করিয়েছিলেন, তা এই সমস্ত বালখিল‌্য যুবনেতাদের আচরণে শূন্যে পৌঁছে গেল।’

shatarup ghosh

পার্টির যুবসংগঠন ডিওয়াইএফআই-এর ভিতরেও শতরূপকে কটাক্ষ করা হয়েছে। প্রশ্ন উঠছে, ‘রাস্তায় নেমে বামপন্থী আদর্শ নিয়ে লড়াই ছেড়ে বিজেপির প্রচার করা টিভি চ‌্যানেলে জন্মদিন পালন করা কি কোনও সত্যিকারের সিপিএম কর্মীর শোভা পায়?’ এখানেই শেষ নয় লেনিনের জন্মদিন ২২ এপ্রিল মিলিয়ে নিজের জন্মদিন ফেসবুকে দেওয়া আর কসবা কেন্দ্রে বিধানসভা ভোটে প্রার্থী হয়ে নির্বাচন কমিশনে তাঁর জন্মতারিখ ১৯৮৬ সালের ২২ মার্চ দেওয়ায় এদিন তীব্র সমালোচিত হলেন শতরূপ।

অনেকেরই দাবি, যদি শতরূপের ২২ এপ্রিল জন্মদিনটি সঠিক হয় তা হলে নির্বাচন কমিশনকে দেওয়া ২২ মার্চ তথ‌্য ভুল। এবং নির্বাচনী আইন অনুযায়ী কমিশনকে ভুয়া তথ‌্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেওয়া হবে না কেন? দু’টি জন্মদিন নিয়ে বিতর্ক হওয়ায় বছর কয়েক আগে পার্টির কেন্দ্রীয় নেতৃত্বও তদন্ত করে শতরূপকে ২২ এপ্রিল পালন না করার জন্য সর্তক করে নিন্দাও করেছিল। কিন্তু অদ্ভুত ভাবে, ফেসবুকে ভুয়ো জন্ম তারিখ দিয়ে রাখলেও দলের বর্তমান রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম বা বামফ্রন্ট চেয়ারম‌্যান বিমান বসু বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

লেনিনের জন্মদিনে দু’টি টিভি চ‌্যানেলে কেক কেটে শনিবার জন্মদিন পালন করেন শতরূপ ঘোষ। টিভি চ‌্যানেলে জন্মদিনের সেই ছবি শতরূপের পরিবারের তরফে ফেসবুকে দিতেই নিন্দার ঝড় বয়ে যায়। নেটিজেনদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কোন জন্মদিনটি আসল? ফেসবুকে পরিচিত বামপন্থীরাও তীব্র কটাক্ষ করে জানতে চেয়েছেন, নির্বাচন কমিশনে দাখিল করা এফিডেভিটের জন্মতারিখ সত্যিই কি ভুয়ো? আসলে ২০১৭ সালে পার্টির রাজ‌্য নেতৃত্বের একাংশ তখন দু’টি জন্মদিন নিয়ে সিপিএমের শীর্ষমহলে অভিযোগ করেন। তা নিয়ে তদন্তও হয় পার্টির ভিতরেই। শতরূপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সতর্কও করা হয়।


Sudipto

সম্পর্কিত খবর