বাংলাহান্ট ডেস্ক : অভিনয় থেকে দূরে সরে গেলেও লাইমলাইট থেকে দূরে যাননি মুকেশ খান্না (Mukesh Khanna)। দর্শকরা মূলত তাঁকে চেনেন শক্তিমান এবং ‘মহাভারত’এ ভীষ্ম পিতামহের চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু বর্তমানে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেই চর্চায় থাকেন মুকেশ (Mukesh Khanna)। সম্প্রতি শত্রুঘ্ন সিনহা এবং সোনাক্ষী সিনহাকে নিয়ে কটাক্ষ করে বিপাকে পড়েছেন তিনি। শত্রুঘ্ন সিনহা নাকি মেয়েকে রামায়ণ নিয়ে কোনো শিক্ষাই দেননি, মুকেশের এই মন্তব্যের বিরুদ্ধে এবার সপাট জবাব দিলেন পিতা কন্যা।
মুকেশকে (Mukesh Khanna) সপাটে আক্রমণ শত্রুঘ্ন সিনহার
আসলে একবার কউন বনেগা ক্রোড়পতি শো তে এসে রামায়ণ সংক্রান্ত একটি প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়েছিলেন সোনাক্ষী। সেই ঘটনা টেনে এনেই শত্রুঘ্নকে নিশানা করেছিলেন মুকেশ খান্না (Mukesh Khanna)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার জবাব দিয়েছেন সোনাক্ষী। এবার মুখ খুললেন প্রবীণ অভিনেতা নিজে। চাঁচাছোলা ভাষায় মুকেশকে উত্তর দিয়েছেন শত্রুঘ্ন।
কী মন্তব্য করেন অভিনেতা: এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রামায়ণ প্রসঙ্গে সোনাক্ষীর একটি প্রশ্নের উত্তর দিতে না পারা নিয়ে কারোর সমস্যা রয়েছে শুনছি। প্রথমত, কে এই ব্যক্তিকে রামায়ণ বিশেষজ্ঞ বানিয়েছে? আর হিন্দু ধর্মের রক্ষক হিসেবেই বা কে নিযুক্ত করেছে তাঁকে?’ তিনি স্পষ্ট করে দিয়েছেন নিজের তিন সন্তানকে নিয়েই তিনি খুব গর্বিত। তাঁর কথায়, সোনাক্ষী নিজে নিজের কেরিয়ার গড়েছে। রামায়ণের একটা প্রশ্ন না পারা মানে এই নয় যে সে একজন ভালো হিন্দু নয়, মন্তব্য করেন শত্রুঘ্ন।
আরো পড়ুন : বাংলাদেশে ICU-তে ভর্তি চিন্ময়কৃষ্ণের আইনজীবী, সরকার মুখ ফেরাতেই দাদাকে বাঁচাতে করুণ আর্তি বোনের
চুপ থাকেননি সোনাক্ষীও: সোনাক্ষীও সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করেছেন মুকেশ খান্নাকে (Mukesh Khanna)। তিনি বলেন, বহু বছর আগে ওই শোতে গিয়েছিলেন তিনি। উপরন্তু সেদিন হট সিটে দুজন মহিলা ছিলেন, যাঁরা কেউই ওই প্রশ্নের উত্তর দিতে পারেননি। কিন্তু কিছু কারণের জন্য মুকেশ (Mukesh Khanna) শুধুমাত্র তাঁকেই নিশানা করেছেন। এরপরেই সোনাক্ষী বলেন, তিনি হয়তো পরিস্থিতির চাপে উত্তরটা ভুলে গিয়েছিলেন। কিন্তু মুকেশ খান্না নিজেও ভুলে গিয়েছেন স্বয়ং রামের দেওয়া শিক্ষা। তিনি মন্থরা, কৈকেয়ী এমনকি রাবণকেও ক্ষমা করেছিলেন যুদ্ধের পর। তবে মুকেশের (Mukesh Khanna) ক্ষমা তাঁর চাই না বলেই মন্তব্য করেন সোনাক্ষী।
আরো পড়ুন : রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার, একটি ছবিই বদলে দেয় কেরিয়ার, জাতীয় পুরস্কারও ছিনিয়ে নেন এই অভিনেতা!
প্রসঙ্গত, মুকেশ কটাক্ষ করেছিলেন, সোনাক্ষীর বাবার নাম শত্রুঘ্ন, তাঁর বাড়ির নাম রামায়ণ, ভাইদের নাম লব কুশ। অথচ রামায়ণ নিয়ে একটা সহজ প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। এর উত্তরেই মুকেশকে তুলোধনা করেন শত্রুঘ্ন সোনাক্ষী।