২৪-র নির্বাচনের আগে জাতীয় স্তরে শক্তি বৃদ্ধির লক্ষ্যে মমতা, শীঘ্রই তৃণমূলে যোগ দিতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই গোটা ভারত জুড়ে নিজেদের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল (tmc) শিবির। পাশাপাশি স্যোশাল মিডিয়ায় বারবার মোদী বিরোধী মুখ হিসেবে উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামও। তবে সূত্রের খবর, ২০২৪-র এই সবুজ শবিরের স্বপ্নের পথকে আরও মসৃণ করতে এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা (shatrughan sinha)।

শত্রুঘ্ন সিনহার মুখে একাধিকবার মমতা প্রশংসা, তারউপর মুখ্যমন্ত্রী সঙ্গে বেশ ভালো ব্যক্তিগত সম্পর্ক- সবকিছু মিলিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভাতেই জোড়াফুলের পতাকা হাতে তুলে নিতে পারেন শত্রুঘ্ন সিনহা।

sinha pti 1554711416

বিহারের পটনা সাহিব থেকে দু’বার বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন বলি অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এরপর ২০১৯ সালে একই আসন থেকে কংগ্রেসের হয়ে লড়াই করলেও, জয়ের স্বাদ পাননি। আবার শোনা গিয়েছে, কংগ্রেসে সেভাবে গুরু দায়িত্ব না পাওয়ায়, দলের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি।

যদিও কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে এক ট্যুইট করতে দেখা গিয়েছিল শত্রুঘ্ন সিনহাকে। তখন একবার গুঞ্জন উঠেছিল, কংগ্রেস ছেড়ে আবারও নিজের পুরনো ঘরে ফিরে যেতে পারেন শত্রুঘ্ন সিনহা। তবে বর্তমান সময়ে তৃণমূল সূত্রে খবর, বিজেপি নয় বরং তৃণমূলে যোগ দিয়ে ২৪-র নির্বাচনের আগে জাতীয় স্তরে তৃণমূলের শক্তি বৃদ্ধি করতে এক বড় পদক্ষেপ নিতে পারেন এই কংগ্রেস নেতা।

তৃণমূল সূত্রে এমন খবর পাওয়া গেলেও, এবিষয়ে এখনও অবধি কোন কিছু খোলসা করে বলেননি এই বলি অভিনেতা। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র, তৃণমূলের দিকেই তাঁর পাল্লা ভারী কারার ইঙ্গিত দিচ্ছে। তবে একুশে জুলাই বড় কোন চমক অপেক্ষা করছে বঙ্গবাসীর জন্য, এটা আন্দাজ করা যাচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর