বাংলাহান্ট ডেস্ক: প্রথম থেকেই শাহরুখ খান (Shahrukh Khan) এবং আরিয়ান খানকে (Aryan Khan) সমর্থন করে এসেছেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। মাদক মামলায় ফেঁসে কিং খান পুত্র যখন জেলে যান, তখন বলিউডের যে গুটিকয়েক ব্যক্তিত্ব প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তাঁদের মধ্যে একজন শত্রুঘ্ন।
স্বস্তি শত্রুঘ্নরও।
গত অক্টোবর মাসে ক্রুজে মাদক সেবনের অভিযোগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে আরিয়ানকে। তখন থেকেই শাহরুখ পুত্রের হয়ে গলা ফাটিয়েছিলেন বর্তমান তৃণমূল সাংসদ। অবশেষে আরিয়ান বেকসুর খালাস পেতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনিও।
শাহরুখ খান হওয়ার ফল ভোগ করছেন
আরিয়ান নির্দোষ প্রমাণ হওয়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বর্ষীয়ান অভিনেতা বলেন, “আমি যে সঠিক ছিলাম সেটা প্রমাণিত হল। আমি শুধু আরিয়ানকে না, শাহরুখকেও সমর্থন করেছিলাম। উনি শুধু ‘শাহরুখ খান’ হওয়ার মূল্য চোকাচ্ছিলেন।”
আরিয়ানকে সুবিচার পাওয়ানোয় সরকারের এই সঠিক সিদ্ধান্তে খুশি শত্রুঘ্ন। তবে একই সঙ্গে তাঁর দাবি, একটু বেশিই দেরি হয়ে গেল সত্যটা সামনে আসতে। যেসব মানুষরা একজন নির্দোষ তরুণকে বিনা প্রমাণে, বিনা কারণে কোনো যথাযথ তদন্ত ছাড়াই গরাদের পেছনে পাঠালো তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন শত্রুঘ্ন।
আধিকারিকরা নাম ডুবিয়েছে সংস্থার
NCB আধিকারিকদের একহাত নিয়ে বর্ষীয়ান অভিনেতা বলেন, “সংস্থার দুর্নাম করে রেখে দিয়েছে ওই টিমটা। ওরা আরিয়ানকে দোষী দেখিয়েছে কারণ সে ভারতের সবথেকে জনপ্রিয় অভিনেতার ছেলে। এটা প্রতিহিংসার রাজনীতি। NCB র মতো একটি বড় সংস্থার থেকে এটা আশা করা যায় না। শাহরুখ যে কী পরিমাণ যন্ত্রণা, অসহায়তার মধ্যে দিয়ে গিয়েছেন সেটা আমি বুঝতে পারছি।”
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট