বারবার পড়া সত্বেও মনে না থাকায়, চুল কেটে ন্যাড়া হয়ে মাথায় ব্রেনোলিয়া ঢেলে দিলো যুবক

 

বাংলা হান্ট ডেস্ক :- ঘটনাটি শুনতে হাস্যকর হলেও এটিই সত্যি।বছর ১৯ এর সন্তোষ কাঁচড়াপাড়ার বাসিন্দা। সে প্রথম বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরাজি নিয়ে স্নাতক স্তরে ভর্তি হলেও একবারের প্রচেষ্টা তে কিছুতেই অনার্স পাশ করতে পারেনি। তাই দ্বিতীয় বার সে এই বছর আবার এই অনার্স রিপিট করছে।

90820 prepare shave head razor man bald stubble 1 1

পরীক্ষা এগিয়ে আসলেও কিছুতেই তার পড়াশোনা মাথায় ঢুকছিলোনা তাই ক্রমাগত চেষ্টা করেও কিছুতেই পড়ায় মন বসাতে পারছিলোনা সে। তাই গতকাল একরকম হতাশ হয়েই শেষমেষ কলকাতার মেসে সংলগ্ন এলাকার একটি সেলুন থেকে একেবারে মাথা ছেঁটে এসে একরকম মাথায় ব্রেনোলিয়া ঢেলে দিলো।

 

এই ঘটনায় প্রথম তার মেসের বন্ধুরা হকচকিয়ে গেলেও পরে পরিস্থিতি সামাল দেয়।

সম্পর্কিত খবর