ওজন আছে, তাই উনি হেভিওয়েট, চিকিৎসকরা ওনাকে হাঁটাতে বলেছেন: প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

বাংলাহান্ট ডেস্কঃ ভবানীপুরে হেভিওয়েট তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিজেপির প্রার্থী হলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। নাম প্রকাশের পর থেকেই নানা ভাবে নানা ভাষায় তৃণমূল এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে কিছুটা অন্যরকম ভঙ্গিতে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে।

আগামী ৩০ শে সেপ্টেম্বরে ভবানীপুরে রয়েছে উপনির্বাচন। তার আগে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। মুখ্যমন্ত্রীর আসন বাঁচানোর এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই প্রচার কার্য শুরু করলেও, দুদিন পর নাম ঘোষণার পর মাঠে নামেন বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

priyanka

এরই মধ্যে রবিবার সকালে ভিক্টোরিয়ায় প্রাতঃভ্রমণে দেখা গেল প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। চুল টেনে বাঁধা, পরনে ট্র্যাকশুট, চোখে চশমা- প্রাতঃভ্রমণে বেরিয়েই শুরু করলেন প্রচার কার্য। হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন, সাংবাদিকদের করা এই প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা জানান, ‘ওনার ওয়েট আছে, তাই উনি হেভিওয়েট। চিকিৎসকরা ওনাকে হাঁটার জন্য পরামর্শ দিয়েছেন’।

প্রিয়াঙ্কা বলেন, ‘মানুষের জন্য এই লড়াইয়ে জয় নিয়ে আমি আশাবাদী। বিধানসভা নির্বাচনে  যে খুনের খেলা ওরা খেলেছে, তাই মানুষ ওদের আর সাহায্য করবে না। প্রতিবাদ করতে হবে। বাংলাকে বাঁচানো এবং সন্ত্রাসমুক্ত করার কাজ মুখ্যমন্ত্রী না করলেও, সাধারণ নাগরিক হিসেবে সেই কাজ শুরু করতে হবে’।

bjvbjvb

তিনি আরও বলেন, ‘ভবানীপুরে শুধুমাত্র ফিরাদ হাকিমের ওয়ার্ডে ভোট করতে দেওয়া হলেও, বাকি জায়গাগুলোতে ঠিক ভাবে ভোট করতে দেওয়া হয় না। এবার প্রত্যেক ওয়ার্ডে ঠিকভাবে ভোট করতে হবে। মুখ্যমন্ত্রী ক্ষমতা ছাড়তে চাইছেন না বলেই এই করোনা আবহেও নির্বাচন করাতে হচ্ছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর