দীপিকা বা আলিয়া নন, এই সুন্দরীই বলিউডের ধনীতম অভিনেত্রী! সম্পত্তির পরিমাণ শুনলে কপালে উঠবে চোখ

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে কোনন তারকার জীবন কতটা গ্ল্যামারাস তা নিয়ে স্বাভাবিক আগ্রহ থাকে আমজনতার। ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের (Actress) সম্পত্তির পরিমাণ সবসময়ই চমকে দেয় সাধারণ মানুষকে। এমনিতে বলিউডের খ্যাতনামা সুপারস্টার শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সলমন খানের মতো তারকাদের সম্পত্তির পরিমাণ যে ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে উপরের দিকেই থাকে। কিন্তু অভিনেত্রীদের (Actress) মধ্যে সবথেকে ধনী কে জানেন?

ইনিই বলিউডের ধনীতম অভিনেত্রী

অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরাও (Actress) পিছিয়ে নেই। বর্তমানে দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের মতো নায়িকারা রয়েছেন জনপ্রিয়তার চূড়ায়। তাঁদের সিনেমা মুক্তি পাওয়া মানেই তা হয় সুপারহিট। কিন্তু জানলে অবাক হবেন, দীপিকা, আলিয়া কিংবা বলিউডের তরুণ প্রজন্মের কোনো নায়িকাই ধনীতম অভিনেত্রীর তকমা পেতে পারেননি। তবে তিনি কে?

She is bollywood richest actress

বহু সুপারহিট ছবি দিয়েছেন: উ্ত্তরটা হল জুহি চাওলা। নামজাদা ব্যবসায়ীর সহধর্মিণী নিজেও কম সম্পত্তির মালকিন নন। কারণ লম্বা ফিল্মি কেরিয়ারের বহু সুপারহিট ছবির অংশ থেকেছেন জুহি। তবে শুধুমাত্র সিনেমাই যথেষ্ট নয় ধনীতম অভিনেত্রী হওয়ার। লক্ষ্য করে থাকবেন, বেশ কিছু ব্যবসা রয়েছে জুহির। কলকাতা নাই রাইডার্সের সহ মালিকানার পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা, বিলাসবহুল রেস্তোরাঁ এবং রিয়েল এস্টেটও রয়েছে তালিকায় তাঁর

আরো পড়ুন : বিয়ের আংটির পর এবার পদবী, ‘বচ্চন’ পরিচয় ছেঁটে ফেললেন ঐশ্বর্য! বিচ্ছেদই কি চূড়ান্ত?

আগেও একসঙ্গে হাত মিলিয়েছেন: জানলে অবাক হবেন, কেকেআর নয়। তারও আগে একত্রে একটি প্রযোজনা সংস্থা কিনেছিলেন শাহরুখ এবং জুহি। তবে সম্পত্তির দিক দিয়ে পরস্পরকে টেক্কা দিতে সক্ষম তাঁরা। বলিউডে অভিনেত্রীদের মধ্যে সবথেকে বেশি ধনী জুহিই।

আরো পড়ুন : পরিচয় বদলে পা রাখেন টলিউডে, কোয়েল নয়, অভিনেত্রীর আসল নাম জানলে বিশ্বাস হবে না!

প্রসঙ্গত, সূত্রের খবর বলছে জুহির সম্পত্তির পরিমাণ প্রায় ৪,৬০০ কোটি টাকা। রিপোর্ট বলছে, একাধিক নামী সংস্থার মালকিন জুহি। এমনকি ব্যবসায়ী স্বামীর সঙ্গে টক্কর দিতে পারেন তিনি। নন

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর