১৫ দিনের শিশুকে সাড়ে ৫ লক্ষ টাকায় বিক্রি! টিভি-ফ্রিজ কিনে ঘর সাজালেন নিষ্ঠুর মা

বাংলা হান্ট ডেস্ক: পৃথিবীতে একজন মায়ের কাছে তাঁর সন্তানই হয় সবকিছু। এই চিরন্তন সম্পর্কের কোনো তুলনাই হয়না। কিন্তু, বর্তমানে এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো অবাক করে দেয় সবাইকে। একজন মা-ও যে কতটা নিষ্ঠুর হতে পারেন সেই বিষয়টিই স্পষ্টভাবে ফুটে ওঠে ঘটনাগুলিতে। সেই রেশ বজায় রেখেই সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে এক নবজাতককে বিক্রির ঘটনা সামনে এসেছে।

শুধু তাই নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্যও। ইতিমধ্যেই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে যে, সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে নবজাতকটিকে বিক্রি করা হয় দেওয়াসের এক দম্পতির কাছে। ওই টাকা থেকে দালালদের কমিশন দেওয়ার পর অর্ধেক টাকা পেয়েছিলেন শিশুটির বাবা-মা।

এদিকে, শিশুটিকে বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছিল তা দিয়ে মোটরসাইকেল সহ ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন কিনে নেন শিশুটির বাবা ও মা। মূলত, এই ঘটনাটি ঘটেছে হীরানগর থানা এলাকায়। জানা গিয়েছে যে, ওই শিশুটির জন্মের আগে থেকেই তাকে বিক্রি করার জন্য চুক্তি করে ফেলেন তাঁরা। দালালদের সহায়তায় শিশুটিকে সাড়ে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর, শিশুটির বয়স ১৫ দিন হলে চুক্তি অনুযায়ী তাকে দেওয়াসের এক দম্পতির কাছে বিক্রি করে দেওয়া হয়।

জানা গিয়েছে, ওই এলাকায় বসবাসকারী অন্তর সিং এবং শায়রা বি উভয়েই একসঙ্গে থাকেন। ওই মহিলা যখন গর্ভবতী ছিলেন তখন প্রায়ই দু’জনের মধ্যে ঝগড়া হতো। এমনকি, অন্তর সিং অভিযোগ করতেন যে, ওই মহিলার গর্ভে থাকা সন্তানটি তাঁর নয়। একটা সময়ে বিবাদ চরমে উঠলে দু’জনেই গর্ভপাতের চিন্তা করলেও তা করাতে পারেননি। এমতাবস্থায়, সন্তানকে বড় না করার কথা ভেবে শিশুটিকে বিক্রি করার পরিকল্পনা করেন দু’জনে।

পুলিশ ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে:
ওই দম্পতি যখন শিশুটিকে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন, তখন তাঁরা এই কাজে সাহায্য করার জন্য কিছুজনের সাথে যোগাযোগ করেছিলেন। এরই মধ্যে দেওয়াসের এক দম্পতির সঙ্গে সন্তান বিক্রি নিয়ে চুক্তি হয়। শিশুর জন্মের ১৫ দিন পর তাঁরা শিশুটিকে নিয়ে যান। ঠিক ওই মুহূর্তেই শিশুটিকে বিক্রির খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। পাশাপাশি, তদন্তকালে পুলিশ দেওয়াসের ওই দম্পতিকে গ্রেফতারও করে। এছাড়া, দালালদেরও আটক করা হয়েছে।

indore case

এদিকে জানা গিয়েছে যে, দেওয়াসের ওই দম্পতির যমজ সন্তান ছিল। কিন্তু তারা মারা যায়। এরপর থেকেই তাঁরা একটি শিশুর খোঁজ করছিলেন। এমতাবস্থায়, শায়রার সংস্পর্শে থাকা দালালরা ওই দম্পতির সঙ্গে একটি চুক্তি করে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর