মদের জন্য ৩০০ মাইল দূরত্ব অতিক্রম করল সিল শিশু! দীর্ঘদিন ছিল ক্ষুধার্ত

বাংলাহান্ট ডেস্ক : নিত্যদিন বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। তারই মধ্যে কিছু মজার আর অদ্ভুত ঘটনা প্রত্যেক মুহূর্তেই বিশ্ববাসীর মন জয় করে নিচ্ছে। তেমনই ইংল্যান্ডের (England) এক বারের (Bar) চমকপ্রদ ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ৩০০ মাইল পথ পাড়ি দিয়ে একটি পাবে পৌঁছেছে এক সিল শিশু। পৌঁছানোর পর অবশ্য দেখা যায়, সেটি খুবই দুর্বল। সিলটি (Sheel) চুপচাপ পাবের ভিতরে পৌঁছতেই সেখানে উপস্থিত কর্মীরা হতবাক হয়ে যান। তারা তার জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। একইসঙ্গে পাব মালিক মজার ছলে বলেন, মদের (Alcohol) খোঁজে এত দূর পাড়ি দিয়ে বোধহয় এখানে এসেছে সিল মাছটি।

জানা গেছে, ঘটনাস্থল ইংল্যান্ডের ব্রিস্টলের ওল্ড লক অ্যান্ড ওয়্যার নামের একটি পাব। প্রায় ৬ থেকে ১২ মাসের মধ্যে এই সিলের শিশুটির বয়স। কর্মীরা পরীক্ষা করে জানতে পারেন যে, সিলটি স্কটল্যান্ডের দক্ষিণ থেকে ইংল্যান্ডের এই পাবটিতে ৩০০ মাইল ভ্রমণ করে পৌঁছেছে। শিশু সিলটি কয়েকশ মাইল ভ্রমণ করে এবং ব্রিস্টলের হ্যানহামের একটি নদীর তীরে একটি পাবে পৌঁছালে সেখানকার কর্মীরা তাকে উদ্ধারের ব্যবস্থা করেন। সিলের সন্তানকে বাঁচাতে রেস্টুরেন্টের সব কাজ ফেলে শিশুটিকে পরিচর্যা করতে দেখা যায় কর্মচারীদের।

দ্য ওল্ড লক অ্যান্ড ওয়্যারের বার ম্যানেজার জন জেফরিস ‘নিওপ্রিন’ নামে সিলের শিশুটির যত্ন নেন। জেফরিন বলেছেন যে, “বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে জানানো হলে পরে তারা সিলটিকে উদ্ধার করে কেন্দ্রে নিয়ে যায় “। বার ম্যানেজার মজার ছলে জানান,” সম্ভবত লকডাউনে বিরক্ত এই সিল শিশুটি এত দূর পাড়ি দিয়ে গোপনে এখানে এসেছে দুই চুমুক মদ খেতে।”

jpg 20220709 133532 0000

সূত্রের খবর, এই সিলের বাচ্চার ওজন মাত্র ১৪.৮ কেজি। স্কটল্যান্ডে যখন এটি পরীক্ষা করা হয়েছিল, তখন এর ওজন ৩০ কেজি ছিল যা প্রায় বর্তমানের দ্বিগুণ। এমনকি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ভ্রমণের কারণে তার ওজন অনেকটাই কমে গেছে। পাব থেকে বের হলে বাইরের রাস্তায় দুর্ঘটনার শিকার হতে পারত সিলটি।তাই অতি গুরুত্ব নিতে কর্মীরা তার দেখভাল করেন বলে জানা গিয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর