শ্রদ্ধা কাণ্ড দেখে ভয় পেয়েছিলেন ভিন্নধর্মী শিজান! তারপরেই সম্পর্ক ভাঙেন প্রয়াত তুনিশার সঙ্গে

বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma) মৃত‍্যু রহস‍্য এখন টক অফ দ‍্য টাউন। হিন্দি টেলি জগতের তরুণী অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় গত শনিবার। নিজের সিরিয়ালের সেটেই তিনি আত্মহত‍্যা করেন বলে দাবি পুলিসের। তুনিশার মৃত‍্যুর পর তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রেমিক শিজান খানকে (Sheezan Khan)। বিচ্ছেদের মাত্র ১৫ দিন পরেই নাকি মৃত‍্যু হয় তুনিশার।

চার দিনের পুলিসি হেফাজতে রাখা হয়েছে শিজানকে। সূত্রের খবর অনুযায়ী, প্রথম দিনই মহারাষ্ট্র পুলিসের কাছে শিজান স্বীকার করেন যে তিনিই তুনিশার সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন। দিল্লির আফতাব শ্রদ্ধা কাণ্ড দেখে ভয় পেয়েছিলেন তিনি। তাই বেরিয়ে আসতে চেয়েছিলেন সম্পর্ক থেকে।

tunisha sharma
জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদে শিজান দাবি করেন, শ্রদ্ধা ওয়াকারের ঘটনাটা তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল। ওই নৃশংস ঘটনা নিয়ে দেশজুড়ে যে চাঞ্চল‍্য ছড়িয়েছিল তা দেখে শিজানও। তিনি তুনিশাকে বুঝিয়েছিলেন, তাঁদের ভিন্ন ধর্ম এবং বয়সের পার্থক‍্য সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই বিচ্ছেদ চেয়েছিলেন শিজান।

লভ জিহাদের অভিযোগ ওঠার ভয় পেয়েছিলেন তিনি। কিন্তু তুনিশার মৃত‍্যুর পর ঘটল ঠিক সেটাই। বিজেপি বিধায়ক রাম কদম এই ঘটনায় লভ জিহাদ প্রসঙ্গ টেনে আনেন। রবিবার তিনি আশ্বাস দেন, প্রয়াত তুনিশা শর্মার পরিবার ন‍্যায় বিচার পাবেই। তিনি আরো বলেন, বিষয়টাতে লভ জিহাদের যোগ আছে কিনা তা নিয়ে তদন্ত করা হবে। যদি যোগ থাকে তবে ষড়যন্ত্রকারী এবং নেপথ‍্যে থাকা সংগঠনগুলোর পর্দাফাঁস করা হবে। যদিও এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেই খবর।

প্রসঙ্গত, শনিবার তুনিশার মৃত‍্যুর খবর সামনে আসে। আলি বাবা: দাস্তান এ কাবুল নামে একটি সিরিয়ালের শুটিং করছিলেন তিনি। সেই সেটেরই মেকআপ রুমে আত্মহত‍্যা করেন তুনিশা। ঘটনাটা জানাজানি হওয়া মাত্রই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তুনিশাকে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সিরিয়ালের মুখ‍্য অভিনেতা শিজানের বিরুদ্ধে আত্মহত‍্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন তুনিশার মা।

তিনি দাবি করেন, শিজানের সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁর মেয়ে। কিন্তু এই ঘটনার মাত্র ১৫ দিন আগেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। প্রয়াত অভিনেত্রীর মায়ের অভিযোগ, শিজানই তুনিশাকে আত্মহত‍্যায় প্ররোচনা দিয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিসের হাতে আটক হন শিজান। তাঁকে আদালতে তোলার পর চার দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। মাত্র ২০ বছর বয়সী তুনিশার মৃত‍্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।


Niranjana Nag

সম্পর্কিত খবর