রাজি ছিলেন না বাবা, ‘কাঁটা লাগা’ গানে নেচে মাত্র ৭ হাজার টাকা পেয়েছিলেন শেফালি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘কাঁটা লাগা’ (kaanta laga) রিমিক্স গানটি শোনেননি বা মনে নেই এমন মানুষ হয়তো খুব কমই রয়েছেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই গানটি যে কি পরিমাণে হিট হয়েছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এমনকি এই ২০২০ তে দাঁড়িয়েও সেই চেনা সুর বেজে উঠলে এখনও পা আপনা থেকেই তাল দিতে শুরু করে।


আসলে ১৯৭২ সালের সমাধি ছবিতে এই গানটি প্রথম গেয়েছিলেন লতা মঙ্গেশকর। সেখান থেকেই পরে এটি রিমিক্স হয়। মিউজিক ভিডিওটিতে নেচেছিলেন শেফালি জরিওয়ালা (shefali jariwala)। সেটাই ছিল তাঁর প্রথম কাজ। সেই সময় মাত্র ৭ হাজার টাকা পেয়েছিলেন তিনি এই সুপারহিট মিউজিক ভিডিওতে নাচার জন‍্য।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে এই বিষয়ে মুখ খোলেন শেফালি জরিওয়ালা। ইঞ্জিনিয়ারিং পরার সময়েই এই মিউজিক ভিডিওর প্রস্তাব আসে তাঁর কাছে। পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপরু তাঁকে দেখেই এই প্রস্তাব পাঠান। কিন্তু শেফালির বাবা একেবারেই বিরোধী ছিলেন এই প্রস্তাবের। তাঁর বক্তব‍্য ছিল, পড়াশোনা জানা পরিবারের মেয়ে শেফালি। পড়াশোনাটাই মন দিয়ে করা উচিত তাঁর।
কিন্তু হার মানতে রাজি ছিলেন না অভিনেত্রী। জনপ্রিয়তা ও অর্থ দুটোই পাওয়ার সুযোগ ছিল তাঁর কাছে। তাই অনেক কষ্টে রাজি করিয়েছিলেন বাবা মাকে  আর এই একটি ভিডিওই জীবন বদলে দেয় শেফালির। প্রভূত জনপ্রিয়তা পান তিনি।

https://youtu.be/ivdfBCSHSRI

এরপর আরও বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমান স্বামী পরাগ ত‍্যাগীর সঙ্গে নাচ বলিয়ে তেও যোগ দিয়েছিলেন শেফালি। শ্রেয়স তলপড়ের বিপরীতে ‘বেবি কাম না’তে অভিনয়ও করেছিলেন তিনি। শেষবার বিগ বস ১৩ তে দেখা গিয়েছে শেফালিকে।

সম্পর্কিত খবর

X