বাংলা হান্ট ডেস্কঃ জেএনইউ (JNU) এর প্রাক্তন ছাত্র নেতা আর জেএনইউএসইউ (JNUSU) এর প্রাক্তন সহ-সভাপতি শেহলা রশিদ (Shehla Rashid) জম্মু কাশ্মীর (Jammu Kashmir) এর পরস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট করেছিলেন। শেহলা রশিদের ওই দাবিকে নস্যাৎ করে, সমস্ত খবরকে ভুয়ো বলে জানিয়ে দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার বয়ানের পর এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এর আইনজীবী অলোক শ্রীবাস্তব শেহলা রশিদের উপর ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ এনে তাঁর উপর অপরাধিক মামলা দায়ের করে গ্রেফতারির দাবি জানান।
JNUSU এর প্রাক্তন সহ-সভাপতি শেহলা রশিদ রবিবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আগাতার ১০ টি ট্যুইট করেছিলেন। শেহলা রশিদ নিজের ট্যুইটে দাবি করেছিলেন যে, বর্তমানে কাশ্মীরের পরিস্থিতি খুবই খারাপ। শেহলা রশিদ লিখেছিলেন, জম্মু কাশ্মীরের মানুষ ওনাকে বলেছেন যে, কাশ্মীরের সেনা আর পুলিশ রাতে কাশ্মীরিদের বাড়ি ঢুকে বাচ্চাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এমনকি বাড়ির খাবারও নষ্ট করে দিচ্ছে তাঁরা। এই সময় কাশ্মীরের দ্বায়িত্ব প্যারামিলিটারি ফোর্সের হাতে আছে। শেহলা রশিদ ট্যুইট করে লেখেন, শুধুমাত্র একজন CRPF এর জওয়ানের অভিযোগে কাশ্মীর থেকে এক SHO এর ট্র্যানফার এই জন্যই করে দেওয়া হয়েছে। এছাড়াও রাতে কাশ্মীরের মানুষদের ঘরে ঢুকে বাচ্চাদের তুলে নিয়ে যাওয়ার মিথ্যে অভিযোগ করেছে শেহলা রশিদ।
শেহলা রশিদ আরও একটি ট্যুইট করে লেখেন, শোপিয়ানে জিজ্ঞাসাবাদের নামে চারজনকে আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার করা হয়েছে। শেহলা রশিদের সমস্ত দাবিকে খারিজ করে ভারতীয় সেনা সমস্ত খবরকে ভুয়ো বলে জানিয়েছে। সেনা জানায়, অসামাজিক সংগঠন দ্বারা এরকম অসত্য খবর আর গুজব ছড়িয়ে কাশ্মীরের মানুষকে উসকে দেওয়া চেষ্টা করা হচ্ছে।