বাংলা হান্ট ডেস্ক: একদা মোদী বিরোধী হিসেবে পরিচিত জেএনইউ-র প্রাক্তন ছাত্রনেতা তথা মানবাধিকার কর্মী শেহলা রশিদের (Shehla Rashid) মুখে এবার মোদী স্তুতি! প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধের প্রসঙ্গ টেনে কাশ্মীরের দীর্ঘমেয়াদী শান্তি এবং নিরাপত্তায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রশংসা করলেন তিনি। সেই সঙ্গে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে।
সোশ্যাল মিডিয়ায় শেহলা লেখেন, ‘মধ্যপ্রাচ্যের অবস্থা দেখুন! আজ বুঝতে পারছি আমরা ভারতীয়রা কতটা ভাগ্যবান। ভারতীয় সেনাবাহিনী (Indian Army) আমাদের নিরাপত্তার জন্য তাদের সর্বস্ব উৎসর্গ করেছে। কাশ্মীরে (Kashmir) শান্তি ফেরানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে ধন্যবাদ।’
Looking at the events in the Middle East, today I realise how lucky we are as Indians. The Indian Army and security forces have sacrificed their everything for our safety.
Credit where it’s due @pmoindia @HMOIndia @manojsinha_ @adgpi @ChinarcorpsIA for bringing peace to Kashmir https://t.co/qeUCkJq9g3
— Shehla Rashid (@Shehla_Rashid) October 14, 2023
এরই পাশাপাশি শেহলা লেখেন, ‘নাগরিকের প্রাথমিক নিরাপত্তা ছাড়া কোনও এলাকায় শান্তি ফেরানো অসম্ভব। মধ্যপ্রাচ্যের বিপন্ন পরিস্থিতি এই বিষয়টিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।’
২০১৬ সালে কুখ্যাত ‘টুকরে টুকরে গ্যাঙ’-এ কানহাইয়া কুমার, উমার খলিদের সঙ্গে নাম জড়ায় শেহলার। ২০১৯ সালে একটি টুইটে তিনি অভিযোগ করেছিলেন, কাশ্মীরে আমজনতার ওপর জুলুম চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে ভারতীয় সেনা। পাশাপাশি জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) থেকে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন তিনি। যদিও পড়ে সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন শেহলা।
গত অগাস্ট মাসে কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতির প্রশংসাও করেছিলেন শেহলা। এরপর থেকেই তাঁকে দেখা যায় বারবার মোদী সরকারের (Modi Sarkar) প্রশংসা করতে। আর এবার একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে তুলনা করে ভারতের পরিস্থিতির প্রশংসা করলেন এই মানবাধিকার কর্মী।