ছয় মাসে কমেছে ১২ কেজি ওজন, শেহনাজের জন‍্য চিন্তিত অনুরাগীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত ২ রা সেপ্টেম্বর থেকে নেটিজেনদের মুখে একটাই নাম, শেহনাজ গিল (shehnaz gill)। অভিনেতা তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লার আচমকা মৃত‍্যুর পরেই সকলের নজর গিয়ে পড়ে শেহনাজের উপর। বিগ বসের ঘরেই বোঝা গিয়েছিল দুজনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা। কিন্তু শো শেষ হয়ে গেলেও শেষ হয়নি তাঁদের সম্পর্ক। শোনা যায়, চলতি বছরেই বাগদান হওয়ারও কথা ছিল ‘সিডনাজ’এর।

বিগ বস ১৩ র পর ফের এই দুর্ঘটনার জেরে খবরে উঠে এলেন শেহনাজ। তখনি সকলে অবাক হয়ে লক্ষ‍্য করে তাঁর অস্বাভাবিক পরিবর্তন। আগের শেহনাজ ও এই শেহনাজের কোনো মিল নেই। সিদ্ধার্থের মৃত‍্যুর পর অনেকটাই চুপচাপ হয়ে গিয়েছেন অভিনেত্রী। আগের সেই প্রাণখোলা, হাসিখুশি মেজাজ আর নেই।


তাছাড়াও পরিবর্তন হয়েছে তাঁর ওজনেও। অনেকটাই রোগা হয়ে গিয়েছেন শেহনাজ। তাঁর এই পরিবর্তন দেখে নেটিজেনদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছে, অবসাদ একাকীত্বের জেরেই কি অসুস্থ হয়ে পড়ছেন শেহনাজ? না, চিন্তার কোনো কারণ নেই অনুরাগীদের। অনেকদিন ধরে বুঝেশুনে পরিকল্পনা করেই ওজন কমিয়েছেন শেহনাজ।

গত ছয় মাস ধরে ওজন কমানোর প্রক্রিয়া শুরু করেছেন অভিনেত্রী। অর্থাৎ সিদ্ধার্থের মৃত‍্যুরও আগে থেকে। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, এই ছয় মাসে নাকি ১২ কেজি ওজন কমিয়েছেন তিনি। অবশ‍্য শেহনাজ নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন ওজন কমানোর কথা‌।

অভিনেত্রী জানিয়েছিলেন, ওজন কমানোর জন‍্য জিমে যাননি তিনি। শুধুমাত্র বদলেছিলেন নিজের খাদ‍্যাভ‍্যাস। লকডাউন চলাকালীন বাড়িতেই বসেছিলেন আর সকলের মতো। সে সময় টাকেই কাজে লাগিয়েছিলেন ওজন কমানোয়। আমিষ খাওয়া কমিয়ে দিয়েছিলেন। যেটাই খেতেন কম পরিমাণে খেতেন। শেহনাজ জানিয়েছিলেন, বিগ বসের ঘরে যারা তাঁর ওজন নিয়ে টিটকিরি মেরেছিলেন তাদের মুখের উপর জবাব দিতেই এই পরিবর্তন।

সম্পর্কিত খবর

X