ফিরল আগের শেহনাজ! ‘রসোড়ে মে কউন থা’ খ‍্যাত যশরাজের সঙ্গে নতুন ভিডিও বানালেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: ‘রসোড়ে মে কউন থা’, ‘পাওরি’, ‘কেয়া করু ম‍্যায় মর যাউ’ এর মতো মজার গান।বানিয়ে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন যশরাজ মুখাটে (yashraj mukhate)। সিরিয়াল, টিভি শোয়ের সংলাপ বা তারকাদের নানান মজার বক্তব‍্যের সঙ্গে সুর রিমিক্স করে অদ্ভূত সুন্দর গান বানানোর ক্ষমতা রয়েছে তাঁর। এবার ফের তিনি হাজির শেহনাজ গিলের (shehnaz gill) একটি সংলাপকে গান বানিয়ে।

চমক রয়েছে আরো। কারণ এবারে খোদ অভিনেত্রী গায়িকা যোগ দিয়েছেন যশরাজের সঙ্গে। বিগ বস সিজন ১৩ তে শেহনাজের মজার কিছু সংলাপ বেশ ভাইরাল হয়েছিল। কিন্তু সেই সংলাপ গুলিকেই কাজে লাগিয়ে গান বানিয়েছেন যশরাজ। এবারের গানের নাম ‘বোরিং ডে’।

IMG 20220121 130025
ভিডিওতে বিগ বসে শেহনাজের কিছু দৃশ‍্য রয়েছে যেখানে তাঁকে মুখ ফুলিয়ে অভিযোগ করতে দেখা যাচ্ছে, দিনটা খুব বোরিং। মানুষ গুলোও বোরিং। শেহনাজের এই কথাগুলির সঙ্গেই সুর মিশিয়ে একটি গান বানিয়ে ফেলেছেন যশরাজ। ভিডিওর শেষেই আসে বড় চমক।

বিগ বসের সেট থেকে সোজা যশরাজের পাশে শেহনাজ। গলা তো মিলিয়েছেনই, সঙ্গে নেচেওছেন গানের তালে। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন শেহনাজ। তাঁকে আবার আগের মতো দেখে খুশি অনুরাগীরা। কমেন্ট বক্স ভরে গিয়েছে বিচিত্র মন্তব‍্যে।

https://www.instagram.com/reel/CY9ElylBrNg/?utm_medium=copy_link

একজন লিখেছেন, গানটা দারুন! আরেকজন লিখেছেন, ‘বোরিং ডে এই রিলটা দেখেই ভাল হয়ে গেল’। অনেকেই শেহনাজকে আগের মতো দেখে খুশি। এমন প্রাণোচ্ছল মেজাজের জন‍্যই পরিচিত তিনি। তাঁকে মনমরা অবস্থায় দেখতে কেউই চান না। তাই অনুরাগীদের প্রার্থনা, শেহনাজ এমনি হাসি খুশি থাকুন। মজা আনন্দ করতে থাকুন।

গত সেপ্টেম্বরে সিদ্ধার্থ শুক্লার অকালমৃত‍্যুর পর থেকেই বদলে গিয়েছেন শেহনাজ। আচমকা সিদ্ধার্থের মৃত‍্যু সংবাদ পেয়ে ভেঙে পড়েছিলেন তিনি। শ্মশানে তাঁর বাঁধভাঙা কান্নার দৃশ‍্য আজও ভুলতে পারেননি কেউই। তারপর থেকে প্রায় এক মাস নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন শেহনাজ। শোনা যায়, সিদ্ধার্থের মায়ের কথাতেই কাজে ফেরেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর