সফর শুরুর আগেই শেষ, সিদ্ধার্থের অকালমৃত‍্যুতে সামলে রাখা যাচ্ছে না শেহনাজকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনুরাগীরা ভালবেসে তাঁদের জুটির নাম দিয়েছিল ‘সিডনাজ’। দুজনের দুষ্টু মিষ্টি রসায়ন মুগ্ধ করেছিল সকলকে। বিগ বসের হাজারো বিতর্কের মাঝে সিদ্ধার্থ শুক্লা (siddharth shukla) শেহনাজ গিলই (shehnaz gill) ছিলেন এক ঝলক তরতাজা হাওয়ার মতো। দুজনকে বাস্তবেও জুটি হিসেবে দেখতে চেয়েছিলেন নেটনাগরিকরা। কিন্তু অদৃষ্ট হয়তো আড়ালে হেসেছিল।

বৃহস্পতিবার সকালে সিদ্ধার্থের মৃত‍্যুর খবর যখন আসে তখন শুটে ব‍্যস্ত ছিলেন শেহনাজ। দুসংবাদ শুনে বাকিদের মতোই বিশ্বাস করতে পারেননি তিনি। সেই মুহূর্তে শুট বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যান অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমের তরফে শেহনাজের বাবা সন্তোখ সিং সুখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই তিনি। সিদ্ধার্থ নেই এটা মানতে পারছেন না তিনি।


শেহনাজের ব‍্যাপারে তিনি জানান মেয়ের সঙ্গে কথা হয়েছে তাঁর। কিন্তু তিনি ভাল নেই। শেহনাজের ভাই শেহবাজ ইতিমধ‍্যেই মুম্বই রওয়ানা দিয়েছেন বোনকে সামলানোর জন‍্য। খবর শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন শেহনাজ। বিগ বসের ঘর থেকেই সিদ্ধার্থ শেহনাজের সম্পর্কে জড়ানোর খবর আসে। কিন্তু তাঁরা কোনোদিনই এ খবরের সত‍্যতা স্বীকার করেননি।


খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন সিদ্ধার্থ। জানা গিয়েছে, রাতে কিছু ওষুধ খেয়ে শুয়েছিলেন তিনি। কিন্তু তারপর উঠতেই পারেননি সিদ্ধার্থ। সকাল সাড়ে দশটার সময় তাঁকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসক। সিদ্ধার্থের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। মুম্বই পুলিস সূত্রে খবর, প্রয়াত অভিনেতার দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। তাঁর পরিবারের সদস‍্যরা পুলিসকে জানিয়েছে এই মৃত‍্যুর পেছনে কোনো ষড়যন্ত্র নেই। তাই কোনো মিথ‍্যে রটনা তাঁরা চান না।

X