সিদ্ধার্থের মৃত‍্যুর পর নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন, ভিডিও বার্তায় জানালেন শেহনাজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রাক্তন ‘বিগ বস’ বিজেতা তথা অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (siddharth shukla)। সেপ্টেম্বরের শুরুতেই আচমকা খবর আসে, আর নেই সিদ্ধার্থ। প্রিয় অভিনেতার অকালমৃত‍্যু মেনে নিতে পারেননি অনেক ভক্ত। কেঁদে আকুল হয়েছিলেন বান্ধবী শেহনাজ গিল (shehnaz gill)। সিদ্ধার্থের মৃত‍্যুর পর নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন।

স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লেগেছে শেহনাজের। সম্প্রতি প্রয়াত অভিনেতার গুরু মা সিস্টার বি কে শিবানীর সঙ্গে আলোচনায় অনেক অজানা কথা শেয়ার করেন অভিনেত্রী। গত কয়েক মাস ধরে ধীরে ধীরে ধৈর্য ও ইতিবাচকতা গড়ে তুলেছেন তিনি। তিনি জানান, একটা সময় তাঁরও মনে হয়েছিল নিজেকে শেষ করে দেওয়ার কথা!


শেহনাজ বলেন, প্রিয়জনকে হারিয়ে অনেকেই জীবন শেষ করে দেওয়ার কথা ভাবেন। বেঁচে থেকে আর কোনো লাভ নেই, এমনটাই ভাবেন তারা। তাঁর নিজেরও এমনটাই মনে হয়েছিল। জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু এটা কোনো সমাধান নয়। শেহনাজ বলেন, সিদ্ধার্থের সফর শেষ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু তাঁকে তাঁর সফর শেষ করতেই হবে।

অভিনেত্রীর কথায়, সঠিক সময় হলে মৃত‍্যু আপনিই আসবে। প্রিয়জনের মৃত‍্যুর পর নিজেকে আঘাত দেওয়া অবসাদে চলে যাওয়া কোনো সমাধান নয়। ব‍রং পরবর্তীকালে নিজেরই আফশোস হবে। সহজ ভাষায় সত‍্যি কথাটা বলার জন‍্য বাহবা পেয়েছেন শেহনাজ।

বিগ বস থেকেই সিদ্ধার্থ ও শেহনাজের সফর শুরু হয়েছিল। তাঁদের রসায়ন টিআরপি তুঙ্গে তুলেছিল। কোনোদিনই সেভাবে সম্পর্ক নিয়ে কথা না বললেও তাঁদের মধ‍্যে যে একটা বিশেষ কিছু ছিল তা সকলেই জানতেন। বিগ বস ১৩ জেতার পরে ১৪ তম সিজনে ‘সিনিয়র’ হিসাবে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। এমনকি বিগ বস OTT তেও অতিথি হিসাবে এসেছিলেন তিনি।

সম্পর্কিত খবর

X