আজান শুনেই গান বন্ধ শেহনাজের, ভাইরাল ভিডিও নিয়ে চর্চা নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় সেলিব্রিটি শেহনাজ গিল (Shehnaz Gill)। শুধু অভিনয় নয়, নিজের সুরেলা কণ্ঠ দিয়েও লাখো মানুষের মন জয় করেছেন মিষ্টি মেয়ে শেহনাজ। তবে মানুষ সবথেকে বেশি তাঁকে পছন্দ করেন তাঁর আন্তরিক স্বভাবের জন্য। বারে বারে তাঁর আচরণ মুগ্ধ করে সকলকে। সম্প্রতি আরো একটি কারণে সবাই ধন্য ধন্য করছে শেহনাজকে।

মুম্বইতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। জিতেছেন পুরস্কারও। পুরস্কার প্রদানের পর সঞ্চালক শেহনাজকে অনুরোধ করেন, দু কলি গান গেয়ে শোনাতে। সকলেই অপেক্ষা করে রয়েছেন তাঁর গান শোনার জন্য। যে গানটাই প্রথম মনে আসছে, সেটাই দু লাইন শুনিয়ে দিক শেহনাজ।

রাজিও হয়ে যান অভিনেত্রী। প্রথমে একটি আন রিলিজড গান গাওয়ার কথা ভাবলেও পরে মত বদলে একটি পুরনো গানই গাওয়ার জন্য তৈরি হন তিনি। কিন্তু গান শুরু করার আগেই আজানের শব্দ কানে আসতে থেমে যান শেহনাজ। মাথা নীচু করে অপেক্ষা করেন আজান শেষ হওয়ার। তারপরেই গান শুরু করেন তিনি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন লিখেছেন, একজন অনুরাগীর কাছে শেহনাজ আদর্শ। আরেকজন লিখেছেন, আজানের সময় গান না গেয়ে যে শ্রদ্ধা শেহনাজ দেখালেন তা প্রশংসার যোগ্য।

প্রসঙ্গত, মূলত বিগ বসের মাধ্যমেই জনপ্রিয়তার চূড়ায় ওঠেন শেহনাজ। প্রয়াত সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর প্রেমকাহিনি হট টপিক ছিল বলিউডে। ইতিমধ্যেই দিলজিৎ দোসাঞ্ঝের বিপরীতে ‘হসলা রাখ’ নামে একটি পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন শেহনাজ। আগামীতে সলমন খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউড ডেবিউ করবেন তিনি।

সম্পর্কিত খবর

X