হবু বৌমাকে মেয়ের মতো ভালবাসতেন, সিদ্ধার্থের মায়ের পোশাক পরে শেহনাজের ছবি ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক: সিদ্ধার্থকে (siddharth shukla) ছাড়া নতুন জীবন শুরু করেছেন শেহনাজ (shehnaz gill)। একসঙ্গে বাকি জীবনটা কাটানোর কথা থাকলেও ফাঁকি দিয়ে আগেই চলে গিয়েছেন সিদ্ধার্থ। সময় তো কারোর জন‍্য বসে থাকে না। সে চলে নিজের গতিতে। শেহনাজও ঘুরে দাঁড়িয়েছেন। মন শক্ত করে নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। এই নতুন সফরে তিনি পাশে পেয়েছেন প্রয়াত সিদ্ধার্থের মা রীতা শুক্লাকে।

শেহনাজকে তিনিই জোর করে ফের কাজে পাঠিয়েছেন। নতুন পাঞ্জাবি ছবি ‘হঁসলা রাখ’এ অভিনয় করছেন শেহনাজ। ছবির প্রচারে গিয়ে সিদ্ধার্থের কথা মনে করে কান্নাকাটিও করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতার মৃত‍্যুর পর থেকেই সোশ‍্যাল মিডিয়াতে ভরে গিয়েছে জুটির পুরনো ছবিতে।

Shehnaz Gill and Siddharth Shukla 3
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে শেহনাজকে একটি নীল সালোয়ার কামিজে দেখা গিয়েছে। এটি আসলে সিদ্ধার্থের মায়ের। অতীতে এই সালোয়ার কামিজেই ছেলের সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন তিনি। সেই পোশাকই পরে দেখা গিয়েছে শেহনাজের পরনে। শুধু সিদ্ধার্থের মায়ের না, তাঁর বোনের শাড়ি পরেও রয়েছে শেহনাজের ছবি।

ছবিগুলি ফের শেয়ার করে আবেগতাড়িত হয়ে পড়েছেন ‘সিডনাজ’ অনুরাগীরা। শেহনাজকে নিজের মেয়ের মতোই ভালবাসতেন রীতা শুক্লা। এই ছবিগুলি দেখেও তার প্রমাণ পাওয়া যায়। প্রয়াত অভিনেতার গোটা পরিবারের সঙ্গেই খুব ভাল সম্পর্ক ছিল তাঁর।

কিছুদিন আগেই সিদ্ধার্থকে উৎসর্গ করে নতুন মিউজিক ভিডিও ‘তু ইয়েহি হ‍্যায়’ মুক্তি পায় শেহনাজের। ভিডিও শুরু হয় বিগ বসে সিদ্ধার্থ ও শেহনাজের একটি পুরনো কথোপকথন দিয়ে। সেখানে সর্বসমক্ষে শেহনাজ বলেছিলেন, সিদ্ধার্থ শুধু তাঁর এবং তাঁরই থাকবেন। প্রতিযোগিতা জিততে আসেননি তিনি, সিদ্ধার্থকে জিততে চান। বিগ বসের নানান মুহূর্ত দিয়েই বানানো হয়েছে গোটা মিউজিক ভিডিওটি। সঙ্গে একা বিষন্ন শেহনাজের কিছু দৃশ‍্য। গানটি নিজেই গেয়েছেন শেহনাজ।

Niranjana Nag

সম্পর্কিত খবর