নতুন চ‍্যালেঞ্জের জন‍্য তৈরি শেহনাজ, সিদ্ধার্থকে ছাড়াই পা রাখছেন কঙ্গনার নতুন শোতে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এতদিন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি একাই কাঁপিয়েছে সলমন খানের রিয়েলিটি শো ‘বিগ বস’ (bigg boss)। সবথেকে বেশি বিতর্কিত শোয়ের তকমা পেয়েছে শোটি। এবার বিগ বসকে টেক্কা দিতে হাজির কঙ্গনা রানাওয়াতের (kangana ranaut) নতুন রিয়েলিটি শো ‘লক আপ’। বিতর্কের দিক দিয়েও যে বিগ বসের কয়েক কাঠি উপরে যাবে নতুন শো তা ইতিমধ‍্যেই বেশ মালুম পড়ছে। এবার শোনা গেল, কঙ্গনার শোয়ের প্রথম প্রতিযোগী হিসাবে উঠে আসছে শেহনাজ গিলের (shehnaz gill) নাম।

গত বছরে জীবনটা সম্পূর্ণ ওলট পালট হয়ে গিয়েছে শেহনাজের। মনের মানুষ সিদ্ধার্থ শুক্লাকে হারিয়েছেন তিনি। প্রায় এক মাস যাবত ক‍্যামেরার আড়ালে ছিলেন শেহনাজ। নাওয়া খাওয়া ভুলে নিজেকে এক রকম ঘরবন্দি করে রেখেছিলেন তিনি। শোনা যায়, সিদ্ধার্থের মায়ের অনুরোধেই নাকি কাজে ফেরেন শেহনাজ। সম্প্রতি বিগ বস ১৫ তে এসে প্রয়াত সিদ্ধার্থকে শ্রদ্ধাঞ্জলি দেন তিনি।


এবার শোনা গেল, কঙ্গনার শোতেও পা রাখছেন শেহনাজ। বলিউডি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, নির্মাতাদের তরফে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল কঙ্গনাকে। তিনি রাজিও হয়েছেন। কারণ তাঁর জীবনে যে উথাল পাথাল চলছে তাতে কিছু সময়ের জন‍্য তিনি মিডিয়া ও লোকজনের নজর থেকে দূরে সরে থাকতে চান। সেই হিসাবে এটাই তাঁর কাছে সেরা সুযোগ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিগ বসের দৌলতে যে জনপ্রিয়তা শেহনাজ পেয়েছেন, তা এই শোতেও তাঁর কাজে লাগতে পারে।

নতুন রিয়েলিটি শো সম্পর্কে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, শোতে প্রতিযোগীদের ৭২ দিনের জন‍্য একটি জেলে বন্দি করে দেওয়া হবে। কঙ্গনা থাকছেন জেলারের ভূমিকায়। আরো যা জানা যাচ্ছে, ২৪ ঘন্টা ধরেই নাকি দর্শকরা দেখতে পাবেন জেলের মধ‍্যে কয়েদি থুড়ি প্রতিযোগীরা কী করছেন। শুধু তাই নয়, তাদের কাণ্ডকারখানাতেও নাকি কোনো লাগাম টানার বালাই থাকছে না।

সূত্র বলছে, এমন সম্ভাবনাও থাকছে যে প্রতিযোগীদের নিজের খাবার ও বিছানার জন‍্যও লড়াই করতে হতে পারে। উপরন্তু শোটি সম্প্রচারিত হবে OTT প্ল‍্যাটফর্মে। তাই কোনো দৃশ‍্য কাটছাঁট করার কোনো ব‍্যাপার থাকছে না। অর্থাৎ কঙ্গনার নতুন শোতে নগ্নতা বা যৌনতা সবটাই ঘটবে দর্শকদের চোখের সামনে। যেমন খুশি পোশাক পরতে পারেন প্রতিযোগীরা। নির্মাতারা নাকি কোনো রাখঢাক করতে রাজি নন।


বলিউডি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ইতিমধ‍্যেই কিছু নাম উঠে আসছে সম্ভাব‍্য প্রতিযোগী হিসাবে। তালিকায় রয়েছে পুনম পাণ্ডে, প্রতীক সেহজপাল, রোহমান শল, মিশা আইয়ার, ইশান সেহগল, ওম স্বামীর মতো পরিচিত নাম। যদিও এখনো চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা প্রকাশ‍্যে আসেনি, তবে কঙ্গনার শোয়ের জন‍্য উন্মাদনা যে এখন থেকে বেশ চড়া তা বোঝা যাচ্ছে স্পষ্ট।

X