বাংলাহান্ট ডেস্ক: নরেন্দ্র মোদির দ্বিতীয়বারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। এমনকি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা যৌথভাবে বেশ কয়েকটি প্রকল্পের সূচনাও করেন।
জানা যাচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরে আসতে পারেন শেখ হাসিনা। ২০১৮ সালের ডিসেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার পর এটা শেখ হাসিনার প্রথম ভারত সফর। ২০১৭ সালে শেষ বার ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানান, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রয়েছে তাই ‘প্রতিবেশী নীতি’ অনুযায়ী প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক কল্যানের সম্পর্কের উন্নতি ঘটাতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
শেখ হাসিনা ভারত সফরে এলে নদীর জল বন্টন নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নদী পথে দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়টিও গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।