বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (স্বরাষ্ট্রমন্ত্রীর সমতুল্য) এম. সাখাওয়াত হুসেন জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফিরে আবার রাজনীতিতে যোগদান করা উচিত। পাশাপাশি, তিনি এটাও বলেন যে হাসিনার উচিত দেশে ফিরে নতুন মুখ নিয়ে তাঁর দল আওয়ামি লিগকে পুনর্গঠন করা।
এই শর্ত মানলেই বাংলাদেশে (Bangladesh) ফিরতে পারবেন হাসিনা:
হুসেনের মতে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বাংলাদেশ (Bangladesh) ছাড়ার কোনও চাপ ছিল না। তিনি নিজ ইচ্ছায় ঢাকা ছেড়েছেন। কেউ তাকে তা করতে বাধ্য করেনি। তিনি আরও জানান, “হাসিনার ফিরে এসে তাঁর দল পুনর্গঠন করার বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত।” এদিকে, তিনি জানিয়েছেন যে, “তবে দেশে ফিরে কোনও ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, সাখাওয়াত হুসেন সোমবার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “আমরা জেনেছি আপনি বাংলাদেশে (Bangladesh) ফেরার পরিকল্পনা করছেন। প্রশ্ন হল আপনি এখান থেকে গেলেন কেন? আপনি আপনার নিজের ইচ্ছায় গিয়েছিলেন। কেউ আপনাকে জোর করেনি। এটা আপনার দেশ এবং আমরা আপনাকে সম্মান করি। আপনি যদি ফিরে আসার সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে স্বাগতম। একটাই অনুরোধ, ফিরে এসে মানুষকে উস্কানি দেওয়া বা নৈরাজ্য ছড়ানোর চেষ্টা থেকে বিরত থাকুন। আপনি যদি এটি করেন তবে সেটি মুশকিল হতে পারে।”
আরও পড়ুন: এবার গভীর সঙ্কটে চিন! এই কারণে বিদেশি বিনিয়োগকারীরা ফেরাচ্ছে মুখ, প্রবল চাপে জিনপিং সরকার
“হাসিনার দেশে ফেরা উচিত”: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস, এম. সাখাওয়াত হুসেন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা ও হিন্দু ছাত্র ও তরুণদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে শেখ হাসিনার ফেরার প্রশ্নের জবাব দেন সাখাওয়াত। তিনি বলেন, “জাতীয় পার্টির নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে দেশ ছাড়া বা কারাগারে যাওয়ার বিকল্প দেওয়া হলে এরশাদ কারাগারে যাওয়ার পথ বেছে নেন। আমরা বলব শেখ হাসিনারও ফিরে আসা উচিত।”
আরও পড়ুন: iPhone ব্যবহারকারীদের পকেট হবে ফাঁকা! প্রতি মাসে Apple নেবে মোটা টাকা, নইলে মিলবেনা এই সুবিধা
সাখাওয়াত আরও জানান, কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়। কারণ এই জাতীয় পদক্ষেপ সাধারণত নির্দিষ্ট এজেন্ডা পূরণের জন্য নেওয়া হয়। তিনি জামাত-এ ইসলামীকে নিষিদ্ধ করতেও অস্বীকার করেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল আইন করা হবে। যেখানে জোর দেওয়া হবে বাংলাদেশে (Bangladesh) স্বৈরাচারের পরিবর্তে জবাবদিহিমূলক সরকার থাকতে হবে। যেসমস্ত রাজনীতিবিদ এই কাঠামোর মধ্যে রাজনীতি করতে চান, তাঁরা তা করতে পারেন।