মমতাকে পুজোর উপহার শেখ হাসিনার, বাংলায় আসছে ২০৮০ মেট্রিক টন ইলিশ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সারাবছর ধরে বর্ষার সময়টায় পদ্মার ইলিশের (hilsa) জন্য অপেক্ষা করে থাকে বাঙালীরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটাচ্ছে হাসিনার সরকার। মমতা সরকারের জন্য মোট ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে শেখ হাসিনার দেশ। পুজোর আগেই পশ্চিমবঙ্গের জন্য এই বিশেষ উপহার পাঠাচ্ছে বাংলাদেশ।

পুজোর সময় ইলিশ মাছের প্রচুর চাহিদা থাকে। যার ফলে দামও থাকে আকাশছোঁয়া। কিন্তু সেই আগুন সমান দামের তোয়াক্কা না করেই, বাজারে গিয়ে সেরাটা বেছে নেনে অনেকেই। তবে এবার বাঙালির ইলিশের চাহিদা পূরণ করতে, বাংলাদেশ থেকে উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগেও দেখা গেছে, বাংলাদেশ থেকে ইলিশের আবেদন করলেও, কূটনৈতিক-সহ একাধিক কারণে তা নাকচ করে দেয় বাংলাদেশ সরকার। তবে শুধুমাত্র মানুষের রসনার বাসনা তৃপ্তি নয়, দুই দেশের মধ্যেকার সম্পর্ককেও তুলে ধরে এই পদ্মার ইলিশ।

তাই এবার সেই সম্পর্কের কথা বিবেচনা করেই, বাংলার জন্য উপহার পাঠাচ্ছে বাংলাদেশ। পুজোর আগেই ধাপে ধাপে বাংলাদেশ থেকে আসবে মোট ২০৮০ মেট্রিক টন ইলিশ। কলকাতা ও সংলগ্ন বাজারে মঙ্গলবার থেকেই পাওয়া যেতে পারে এই বাংলাদেশের ইলিশ।

সম্পর্কিত খবর

X