ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের পাঠানোর কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ (Bangladesh)। কোনরকম আন্তর্জাতিক চাপকে কানে না নিয়েই শেখ হাসিনার প্রশাসন এই কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার আবারও ১ হাজার ৭৭২ জনকে ভাসানচরে পাঠাল হাসিনা সরকার।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৭টি বাসে করে কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে প্রথমে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় রোহিঙ্গাদের। সেখান থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে মঙ্গলবার সকাল সোয়া নয়টা নাগাদ রোহিঙ্গাদের এই দ্বিতীয় দল চট্টগ্রাম বোট ক্লাব থেকে যাত্রা শুরু করে ভাসানচরের উদ্দেশ্যে। এই দ্বিতীয় দলে ৪২৭টি পরিবারের ১ হাজার ৭৭২ জন নারী, পুরুষ ও শিশু ছিল।
সরকারী পক্ষ থেকে জানা গিয়েছে, প্রায় তিন হাজার কোটি টাকা খরচা করে হাসিনা সরকার ভাসানচরে উন্নতমানের আবাসস্থল তৈরি করেছে রোহিঙ্গাদের থাকার জন্য। স্বাস্থ্য পরিষেবার জন্য হাসপাতালে ও ক্লিনিং এবং বাচ্চাদের শিক্ষাদানের ব্যবস্থা এমনকি প্রত্যেক পরিবারের জন্য আলাদা ঘর, আধুনিক সেনিটারি পদ্ধতি, বিশুদ্ধ খাবার জলের ব্যবস্থাও করা হয়েছে রোহিঙ্গাদের জন্য। সেইসঙ্গে নিরাপত্তার দিকেও খেয়াল রাখা হয়েছে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, ভাসানচরে পাঠানো প্রতিটি পরিবার পৃথক পৃথক বাড়ি পেয়ছে। তাদের সেখানকার নতুন বাসস্থান এবং সুযোগ সুবিধা সমস্ত কিছু কক্সবাজারের থেকে অনেক উন্নতমানের এবং সুরক্ষিত। তাই নতুন জায়গায় সবকিছু সুরক্ষিতভাবে পেয়ে অভিভূত শরণার্থীরা। সেইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি অসন্তোষ নয়, তাদের খুশিপূর্ণ মানসিকতার প্রকাশ পেয়ছে।