“একটুর জন্য বেঁচেছি….”, হাসিনাকে হত্যার ছক, কী জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? শুরু হইচই

বাংলাহান্ট ডেস্ক : অডিও বার্তায় বিস্ফোরক অভিযোগ বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁকে ও তাঁর বোন শেখ রেহানাকে হত্যার ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ তুললেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে গত শুক্রবার শেখ হাসিনার একটি অডিও বার্তা পোস্ট করা হয়।

চাঞ্চল্যকর মন্তব্য বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)

সেই অডিও বার্তাতেই শেখ হাসিনা (Sheikh Hasina) এমন বিস্ফোরক অভিযোগ করেন। অডিও বার্তায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়,  ‘আমি আর রেহানা বেঁচে গিয়েছি। মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে যাই।’ বঙ্গবন্ধু কন্যা দাবি করেন, তাঁকে হত্যার জন্য জীবনের বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র করা হয়েছে। 

Sheikh Hasina latest message for Bangladesh

তাঁর দাবি, ‘২১ অগস্টের হত্যার চেষ্টা থেকে বেঁচে যওয়া, কিংবা কোটালীপাড়ার বোমা বিস্ফোরণ থেকে বেঁচে যাওয় বা ৫ অগস্টের সময় বেঁচে যাওয়ার নেপথ্যে নিশ্চয় আল্লাহর হাত আছে। তা না হলে আমি বাঁচতাম না। তবে এটা আল্লাহর রহমত যে, আমি এখনও বেঁচে আছি, কারণ আল্লাহ চান আমি আরও কিছু করি।’

আরোও পড়ুন : BCCI-এর নিয়ম অমান্য করছেন কোহলি? খেলবেন না রঞ্জি ট্রফি, কি জানালেন বিরাট?

অন্যদিকে, গত ৫ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। আবার সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয়। এই অবহেই আবার খবর আসে ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে।

Sheikh Hasina latest message for Bangladesh

একাধিক সূত্র দাবি করে, আইন না থাকায় ভারতে ‘রাজনৈতিক আশ্রয়’ দেওয়া হবে না শেখ হাসিনাকে। তবে ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধভাবে শেখ হাসিনাকে ভারতে (India) রাখার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে মোদি সরকার। জানা যায়, তারপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয় শেখ হাসিনার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর