৩০,০০০ টাকার শপিং! ভারতে এসে চুটিয়ে কেনাকাটা করলেন শেখ হাসিনা, ফুরিয়ে ফেললেন টাকা

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে এসেছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তিনি এখনও গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে উপস্থিত রয়েছেন। সেখানে তাঁকে সেফ হাউসে রাখা হয়েছে। এদিকে, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার আগে নিজের সাথে খুব বেশি কিছু আনতে না পারলেও সাথে কিছু স্যুটকেস ও ব্যাগ নিয়ে এসেছিলেন।

ভারতে এসে চুটিয়ে কেনাকাটা করলেন শেখ হাসিনা (Sheikh Hasina):

এদিকে, জানা গিয়েছে যে, শেখ হাসিনা হিন্ডন এয়ারবেসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন। তিনি সেখানে কেনাকাটাও করেন। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) গতকাল হিন্ডন এয়ার ফোর্স স্টেশনের শপিং কমপ্লেক্স থেকে তাঁর বোন এবং নিজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছিলেন। তিনি সেখানে নিজের এবং বোনের জন্য কাপড় কেনেন। সূত্র বলেছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ হাজার টাকার কেনাকাটা করেছেন।

   

Sheikh Hasina made huge purchases in India.

সূত্র অনুযায়ী, তিনি ভারতীয় মুদ্রায় এই অর্থ প্রদান করেছিলেন। কিন্তু তাঁর কাছে নোটের অভাব ছিল। এমতাবস্থায় তিনি, বাংলাদেশি মুদ্রা দিয়ে পুরো টাকা পরিশোধ করেন। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ ছাড়ার সময় শেখ হাসিনা (Sheikh Hasina) ৪ টি স্যুটকেস ও ২ টি ব্যাগ নিয়েছিলেন। সেগুলিতে তাঁর প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।

আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! এবার উৎক্ষেপণ হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট-৮, ইতিহাস গড়ার পথে ISRO

সূত্র জানিয়েছে, শেখ হাসিনা (Sheikh Hasina) এখনও হিন্ডন এয়ারবেসে রয়েছেন এবং ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তিনি সেখানে অবস্থান করছেন। তবে, বুধবার তিনি দুবাই যেতে পারেন বলে জানা গেছে।

আরও পড়ুন: “আপনি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন…”, ভিনেশকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী, জানালেন…..

এদিকে, গতকাল থেকেই হিন্ডন বিমানঘাঁটিতে প্রচুর তৎপরতা দেখা গেছে। দূতাবাসের ২ টি গাড়ি আসার পর শুরু হয় তুমুল জল্পনাও। মনে করা হচ্ছে, দূতাবাস থেকে ওই গাড়িগুলিতে চেপে আধিকারিকরা শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে দেখা করতে এসেছিলেন, অথবা শেখ হাসিনাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য গাড়িগুলি এসেছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর