বডিগার্ডের সঙ্গে সেক্স! দুবাই কিং নিজের ষষ্ঠ স্ত্রীকে দিলেন ডিভোর্স, সঙ্গে ৫,৫০০ কোটি টাকার খোরপোষ

বাংলাহান্ট ডেস্কঃ সংসার জীবনের ইতি টানলেন দুবাইয়ের (dubai) শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম (sheikh mohammed bin rashid) ও তার সর্বকনিষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনত আল-হুসেইন। বর্তমান সময়ে বেশ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁদের এই বিবাহ বিচ্ছেদ। জানা গিয়েছে, সন্তান এবং প্রিন্সেস হায়া ৫০ কোটি পাউণ্ডের সমপরিমাণ অর্থ পাবেন দুবাই শেখের থেকে।

দুবাইয়ের ধনাঢ্য শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীই নন, ঘোড়দৌড়ের জগতেও রেসের ঘোড়ার একজন প্রভাবশালী মালিকও হলেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের এই অর্থ প্রিন্সেস হায়া এবং তাঁর সন্তানদের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে।

PRI 203980269 640x360 1

সেইসঙ্গে বলা হয়েছে, প্রিন্সেস হায়া এবং তাঁর মেয়েদের কোনরকম অপহরণ, সন্ত্রাসী আক্রমণ থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থাও করতে হবে। ব্রিটেনে তাঁদের বিশেষ সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, তিন মাসের মধ্যেই প্রিন্সেস হায়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৫১.৫ মিলিয়ন পাউন্ড অর্থ পাঠিয়ে দিতে হবে। সেইসঙ্গে সন্তানদের ভরন পোষণের জন্য ২৯০ মিলিয়ন পাউন্ড অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মোট প্রায় ৫৫০ মিলিয়ন পাউন্ড দিতে হবে দুবাই শেখকে।

সেইসঙ্গে প্রিন্সেস হায়া এবং তাঁর উকিলের ফোন ট্যাপ করার জন্য পেগাসস ইস্যুতে দোষী সাবস্ত করা হয়েছে দুবাই শেখকে।

শোনা গিয়েছে, দুই সন্তানকে দুবাইয়ে অপহরণ করেছিলেন দুবাই শেখ। এমনকি রাজকুমারি লতিফা এই অভিযোগ করেছেন শেখের বিরুদ্ধে। সূত্রের খবর, ব্রিটিশ দেহরক্ষী সাবেক সেনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই প্রিন্সেস হায়ারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে নেন দুবাই শেখ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর