তিন বছরের জন্য মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন শেখ সাহিল

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নিজের পুরনো ক্লাবেই থেকে গেলেন মোহনবাগানের তরুণ মিডফিল্ডার শেখ সাহিল। এবারের আইলিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তারই পুরস্কার স্বরূপ ফের মোহনবাগানের সই করার সুযোগ পেলেন তিনি। আইএসএল দল এটিকে মোহনবাগান তিন বছরের জন্য সেখ সাহিলের এর সাথে চুক্তিবদ্ধ হল।

এবারের আইএসএল শুরু হতে এখনো বেশ কয়েক মাস দেরি। তবে তার অনেক আগে থেকেই নিজেদের ঘর গোছাতে শুরু করেছে এটিকে মোহনবাগান এফসি। রয় কৃষ্ণা, প্রণয় হালদার, প্রীতম কোটাল, প্রবীর দাস, এডু গার্সিয়ার সঙ্গে আগেই নিজেদের চুক্তি বাড়িয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। এবার আই লিগ জয়ী এই তরুণ মিডফিল্ডার কেউ নিজেদের দলে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান এফসি।

20 বছর বয়সী মিডফিল্ডার শেখ সাহিল মোহনবাগানে সই করার পরে জানিয়েছেন, ” ভারতের সবচেয়ে বড় লিগ আইএসএলে নিজের ছোটবেলার ক্লাব মোহনবাগানের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবো এটা ভেবেই আমি গর্বিত। মোহনবাগানের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তরুণ মিডফিল্ডার শেখ সাহিল।

X