‘আমি ক্ষমা চাইছি…’, হামলার জন্য দুঃখ প্রকাশ শাহজাহানের, ED-র কাছে আর কী কী ফাঁস?

বাংলা হান্ট ডেস্কঃ ৫ জানুয়ারি, সন্দেশখালিতে (Sandeshkhali) রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তার অনুগামীদের হাতে মার খেয়েছিল ইডি (Enforcement Directorates)। যেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য রাজনীতি। অবশেষে সেই ঘটনার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির (ED) কাছে ক্ষমা চাইলেন সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এমনটাই খবর মিলেছে।

বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। চলছে টানা জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীনই ৫ জানুয়ারির ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন শেখ শাহজাহান। তিনি বলেছেন, ওইদিন আধিকারিকদের হেনস্থা বা মারধর করার কোনও নির্দেশ তিনি দেননি। কোনোটাই পরিকল্পনা করে করা নয়।

   

পাশাপাশি ওই দিনের ঘটনা পূর্ব পরিকল্পিত হামলা বলে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়। তবে যেহেতু তার এলাকায় গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাই তার দায় তিনি নেবেন। ইডি আধিকারিকদের কাছে সেদিনের ঘটনার জন্য নাকি দুঃখ প্রকাশ করেছে শাহজাহান।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসের ঘটনার পর টানা দুমাসের পালিয়ে ছিলেন শেখ শাহজাহান। এরপর ইডি পেটানোর ঘটনার ৫৫ দিন পর অবশেষে গত ফেব্রুয়ারী মাসে পুলিশের জালে ধরা পড়ে সন্দেশখালির বাঘ। এরপর সিআইডি হেফাজতে নেওয়া হয় তাকে। সেখান থেকে বহু টানাপোড়েনের পর আদালতের নির্দেশে সিবিআই শাহজাহানকে হেফাজতে পায়। সেই হেফাজতের মেয়াদ শেষে তাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। বর্তমানে জমি সংক্রান্ত মামলার অভিযোগে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হেফাজতে রয়েছেন তিনি।

shahjahan ed

আরও পড়ুন: ‘১৫ দিনের মধ্যে…’, TMC প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না নেওয়ার মথুরাপুরের ওসিকে শোকজ হাইকোর্টের

গত সোমবার বিশেষ ইডি আদালতে পেশ করা হয় শাহজাহানকে। আদালতে ইডির অভিযোগ, সাধারণ মানুষের জমি দখল করে তা মোটা টাকায় বিক্রি করত শাহাজাহান। আর সেই কালো টাকাই নিজের শখের চিংড়ির ব্যবসায় লাগিয়ে সাদা করা হত। আপাতত আগামী ১৩ এপ্রিল পর্যন্ত শাহজাহানের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর