সিঁদুর মুছে ভেঙে দেওয়া হল শাঁখা! শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BJP সমর্থকের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের শুরুতে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ইডি পেটানোর ঘটনার পর সামনে আসে তাঁর একাধিক ‘কীর্তি’। শাহজাহান ও তাঁর বাহিনীর অত্যাচারের ঘটনাগুলি তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্যে। বিগত প্রায় একবছর ধরে জেলবন্দি শাহজাহান। ‘সন্দেশখালির বাঘে’র অনুপস্থিতিতে এলাকা কাঁপাচ্ছে তাঁর অনুগামীরা। এবার যেমন এক বিজেপি (BJP) সমর্থকের সিঁদুর মুছে শাঁখা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে।

জেলবন্দি শাহজাহান (Sheikh Shahjahan)! শাগরেদদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সম্প্রতি সন্দেশখালির (Sandeshkhali) বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল নিবাসী গীতা বরের বাড়িতে শাহজাহান বাহিনী হানা দেয় বলে অভিযোগ। তাঁর স্বামী ও ভাসুরকে ব্যাপক মারধর করা হয়। গীতা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে নিগ্রহ করা হয়। প্রতিবাদী মহিলার মাথার সিঁদুর মুছে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় হাতের শাঁখা।

এখানেই শেষ নয়! এই ঘটনার মধ্যে গীতার দুই সন্তান মায়ের কাছে ছুটে গেলে তাঁদেরকেও ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত মহিলার দাবি, এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেয়নি। পাল্টা পুলিশ সূত্রে খবর, একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ পরীক্ষার রেজাল্টে সন্তুষ্ট নয়! মাধ্যমিকের ফলাফল বেরোতেই চরম সিদ্ধান্ত ঘাটালের পরীক্ষার্থীর

গীতা বলেন, শাহজাহান জেলবন্দি হলেও তাঁর বাহিনী সন্দেশখালি কাঁপাচ্ছে। বিজেপিকে সমর্থন করি বলে আমার ওপর হামলা চালিয়েছে। আমার সিঁদুর মুছে দিয়েছে, শাঁখা বেড়ে দিয়েছে। আমার সন্তানদের ঠেলে ফেলে দিয়েছে। বাড়ি থেকে বেরোলে ওরা হুমকি দিচ্ছে। বলছে, আমায় সাদা থান পরাবে।

Sandeshkhali woman attacked by Sheikh Shahjahan goons

গীতার অভিযোগ, এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রচণ্ড আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই হামলার ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বিগত প্রায় এক বছর ধরে জেলবন্দি শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। তাঁর গ্রেফতারির পর সন্দেশখালির বুকে সাময়িক শান্তি ফিরেছিল। তবে ফের শাহজাহান বাহিনীর দাপাদাপি শুরু হয়েছে বলে অভিযোগ। এবার এক বিজেপি সমর্থক, প্রতিবাদী মহিলার সিঁদুর মুছে, শাঁখা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X