ফের শিরোনামে শেখ শাহজাহান! হাইকোর্টে দায়ের হল মামলা, আজই চূড়ান্ত ফয়সলা?

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় নেতার বাড়িতে তল্লাশি তো দূর, উল্টে তার অনুগামীদের হাতে মার খেয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালায় ইডি। সেই ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান। ইডি (Enforcement Directorate) পেটানোর অভিযোগে গ্রেফতার হন সন্দেশখালির দাপুটে এই তৃণমূল নেতা। পরে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয় তাকে।

জামিন পেতে মরিয়া শাহজাহান-Sheikh Shahjahan

সেই গত বছর থেকে এখনও জেলবন্দি সন্দেশখালির একদা ‘বেতাজ বাদশাহ’। মাঝে জামিনের আবেদন করলেও মেলেনি। এবার নয়া বছরে এসে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ শেখ শাহজাহান। জানা যাচ্ছে চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা। আবার আজ সোমবারও এই মামলার শুনানি হতে পারে বলে শোনা যাচ্ছে।

সূত্রের খবর, সিবিআই-এর যে মামলা চলছে সেই মামলাতেই জামিন পেতে হাইকোর্টে গিয়েছেন শাহজাহান। এর আগে এই মামলায় নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু, সেই আবেদন মঞ্জুর না হলে এবার কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। হাইকোর্ট তরফে মামলা দায়েরের অনুমতি মিলেছে।

Sandeshkhali Sheikh Shahjahan allegedly changed his lawyer because he wants bail

আরও পড়ুন: কথা রেখেছেন দিদি! ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটির বরাদ্দ হতেই বড় সিদ্ধান্ত সাংসদ দেবের

জানা যাচ্ছে, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে চলতি সপ্তাহে। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় শাহজাহানকে আগেই জামিন দিয়েছে বসিরহাট আদালত। পরে রেশন দুর্নীতি মামলায় সিবিআই-ও গ্রেফতার করে শেখ শাহজাহানকে। আপাতত সেই মামলায় জেলবন্দি রয়েছেন সন্দেশখালিকাণ্ডের মূল হোতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর