ধোপে টিকলো না CBI-র যুক্তি, অবশেষে সন্দেশখালি কাণ্ডে বড় জামিন, তোলপাড় রাজ্য

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali) বড় জামিন। সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান-ঘনিষ্ঠ (Sheikh Shahjahan) ফারুক আকুঞ্জির শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে বসিরহাট আদালত। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। পাশাপাশি তাকে বেশ কিছু শর্তও দিয়েছে আদালত। উল্লেখ্য, সন্দেশখালির অভিযুক্তদের মধ্যে এই প্রথম জামিন পেলেন ফারুক আকুঞ্জি।

এদিন আদালতে ফারুকের জামিনের তীব্র বিরোধীতা করেন সিবিআই (CBI) এর আইনজীবী। তবে আদালত তার জামিন মঞ্জুর করে। ইডি পেটানোর ঘটনায় অভিযুক্ত ফারুক আকুঞ্জি। প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্ত করতে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। সেখানে তৃণমূল নেতা শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা।

৫ জানুয়ারির ঘটনায় আহত হয়েছিলেন একাধিক ইডি অফিসার। সেই ঘটনায় ইডির অভিযোগের ভিত্তিতে ন্যাজাট থানায় মামলা দায়ের হয়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশও। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার পায় তদন্তকারী সংস্থা CBI.

এরপর গত ২৭ মে এই মামলায় বসিরহাট আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম ছিল, শেখ শাহাজাহান, শেখ আলমগির, দিদার বক্স মোল্লা, মহম্মদ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, সিরাজউদ্দিনের। সেই চার্জশিটেই নাম ছিল ফারুক আকুঞ্জিও।

Central Bureau of Investigation CBI

আরও পড়ুন: ২০% বাড়িয়ে DA, পশ্চিমবঙ্গ সরকারের বিরাট ঘোষণা, কপাল খুলল সরকারি কর্মচারীদের

এদিন আদালত ফারুককে জামিনে মুক্তি দিলেও একাধিক শর্ত দেওয়া হয়েছে। বসিরহাট আদালত জানিয়েছে আপাতত সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। তিনি কখন কোথায় থাকছেন, কোথায় যাচ্ছেন সেই ঠিকানাও সিবিআইকে জানাতে হবে। পাশাপাশি সপ্তাহে দু’দিন করে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে ফারুককে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X