BJP-র কে ফাঁসাচ্ছে আপনাকে? অবশেষে মুখ খুললেন শাহজাহান, বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির বাদশার ডিগবাজি। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। চলছে টানা জিজ্ঞাসাবাদ। আর এর মাঝেই সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শাহজাহান শেখের ডিগবাজি। একদিন আগেই জোর গলায় এই অভিযুক্ত দাবি করেছিলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আঙুল তোলেন বিজেপির (BJP) দিকে। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের দাবি নিজের খারিজ করলেন শাহজাহান।

গত শুক্রবার শাহজাহান বলেছিলেন, ”সমস্ত অভিযোগ মিথ্যা। ওরা বিজেপির দালাল।” এদিন সেই সূত্রেই শাহজাহানকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘বিজেপির কে বা কারা আপনাকে ফাঁসাচ্ছে? কার বিরুদ্ধে আপনি অভিযোগ তুলছেন?’ আর তার উত্তরে এদিন শাহজাহান বলেন, ‘আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই।’ যা শুনে থ সকলে।

প্রসঙ্গত, দুদিন আগেই শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শাহজাহানের একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করতে চেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল ইডি। পাশাপাশি মৎস ব্যবসায়ী শাহজাহানের মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা ‘মেজার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই ওনলি’-র একটি অ্যাকাউন্টও ফ্রিজ় করা হয়েছে।

ওদিকে শাহজাহানের মেয়ের সংস্থাটির মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ এনেছে ইডি। শুক্রবার সে সব অভিযোগই উড়িয়ে সংবাদমাধ্যমের সামনে সন্দেশখালির বাদশা বলেন, ‘‘সব মিথ্যা কথা। কেন এগুলো বলছেন! সব দালাল। বিজেপির দালাল।’ তবে এদিন ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন শাহজাহান।

গত জানুয়ারি মাসের ৫ তারিখ সন্দেশখালি কাণ্ডের পর ফেব্রুয়ারি মাসে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। এরপর একে একে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বার করে শাহজাহানকে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময়ই সংবাদমাধ্যমের মুখোমুখি হন শাহজাহান।

shahjahan ed

আরও পড়ুন: তৃণমূলের ফল ভালো হলেই মিলবে আবাসের টাকা! অ্যাকাউন্টে কবে ঢুকবে? ভোটের আগেই ঘোষণা অভিষেকের

রবিবার ইএসআই হাসপাতালে পৌঁছনোর পর একসময়ের দাপুটে নেতা শাহজাহানকে প্রশ্ন করা হয়, ‘দল তো আপনার পাশে নেই। কী বলবেন?’ উত্তরে ডোন্ট কেয়ার মেজাজে শাহজাহান বলেন, ‘কেউ থাকল বা না থাকল, আমার আল্লা আছে।’ প্রসঙ্গত, পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর শাহজাহানকে ছ’বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। একদিন আগেই উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি গুন্ডাদের টিকিট ডেট। আমাদের দলের শাহজাহান, আরাবুলদের আমি গ্রেফতার করিয়েছি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর