সন্দেশখালিতে উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার! সাংবাদিকেরা প্রশ্ন করতেই যা করলেন শেখ শাহজাহান…

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে লোকসভা ভোট চলাকালীন সন্দেশখালিতে হানা দিয়ে অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে সিবিআই (CBI)। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তির আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে পাওয়া যায় বেশ কিছু অস্ত্রশস্ত্র। বন্দুক, কার্তুজের পাশাপাশি মিলেছে বেশ কিছু রশিদও। সেই রশিদে আবার নাম রয়েছে সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)। স্বাভাবিকভাবেই অস্ত্রভাণ্ডারের সঙ্গে শাহজাহান যোগ নিয়ে শুরু হয়েছে চর্চা। এদিকে সোমবার এই নিয়ে প্রশ্ন করা হতেই চমকে দেওয়া প্রতিক্রিয়া দেন তিনি।

বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে আছেন শাহজাহান। আজ কলকাতার নগর দায়রা আদালতে উপস্থিত করানো হয় তাঁকে। আদালতের ঢোকার আগে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সন্দেশখালিতে (Sandeshkhali) অস্ত্রভাণ্ডার উদ্ধার নিয়ে প্রশ্ন করেন এই বহিষ্কৃত তৃণমূল নেতাকে। তবে সেই প্রশ্ন শুনেও যেন শুনতে পেলেন না তিনি।

সাংবাদিকদের প্রশ্নের কোনও রকম প্রতিক্রিয়া দেননি শাহজাহান। গাড়ি থেকে নেমে চুপচাপ আদালতে ঢুকে যান সন্দেশখালির ‘বাঘ’। আদালতে ঢুকতে গিয়ে খানিকটা হোঁচট খেলেও নিজেকে সামলে নেন তিনি। এরপর ঢুকে যান ভেতরে।

আরও পড়ুনঃ বাংলাদেশে পাচার সবুজ সাথীর সাইকেল, বদলে আসছে মমতার ছবি দেওয়া টি-শার্ট! তুমুল শোরগোল

আজ শাহজাহানের পাশাপাশি আদালতে হাজির করানো হয়েছে তাঁর ভাই শেখ আলমগিরকেও। একইসঙ্গে সন্দেশখালি কাণ্ডে ধৃত, শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা এবং দিদারবক্স মোল্লাকেও হাজির করানো হয়। শাহজাহানের মতো আলমগির, শিবপ্রসাদ এবং দিদারবক্সও বিচারবিভাগীর হেফাজতে রয়েছেন।

Sheikh Shahjahan in court

উল্লেখ্য, গত শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ছিল। সেদিনই সন্দেশখালিতে হানা দিয়ে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এরপর খবর দেওয়া হয় এনএসজিকে। ‘ক্যালিবার’ যন্ত্র দিয়ে রীতিমতো চিরুনি তল্লাশি চালায় তারা। জানা যাচ্ছে, শুক্রবার সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে অস্ত্রশস্ত্রের পাশাপাশি বেশ কিছু রশিদ উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেখানে নাম ছিল শাহজাহানের। জানা যাচ্ছে, কলকাতার একটি দোকান থেকে কার্তুজ কেনা হয়েছিল বলে জানতে পেরেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি এই নিয়ে জোরকদমে তদন্ত চালালেও শাহজাহান যে এই বিষয়ে কিছু বলতে চান না তা তাঁর প্রতিক্রিয়া দেখেই একপ্রকার পরিষ্কার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর