বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছর জানুয়ারি মাস থেকেই সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালি এবং সেখানকার ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। রেশন দুর্নীতি কাণ্ডে প্রথমে নাম উঠে এসেছিল তাঁর। এরপর ইডির (Enforcement Directorate) ওপর হামলার ঘটনার পর সম্পূর্ণ মোড় ঘুরে যায়। এবার এই কাণ্ডেই চলে এল নয়া মোড়! যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শাহজাহানের (Sheikh Shahjahan) সন্দেশখালির বাড়িতে যান ED আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তাঁর দু’টি নম্বরে বেশ কয়েকবার ফোন করা হয়। কিন্তু দু’টি নম্বরই বহুক্ষণ ধরে ব্যস্ত ছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর অবশেষে একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান। কিন্তু ED-র কথা শুনেই নাকি ফোন কেটে দেন।
কিছু সময়ের মধ্যেই শাহজাহানের বাড়ির সামনে প্রায় দুই-তিন হাজার লোক জড়ো হয়ে যান। হামলা করা হয় ED আধিকারিকদের ওপর। প্রাণ বাঁচাতে রীতিমতো এলাকা ছেড়ে পালিয়ে যান তাঁরা। এবার এই ED পেটানোর ঘটনাতেই আদালতে জামিনের আবেদন জানালেন সন্দেশখালির ‘বাঘ’।
সোমবার বসিরহাট জেলা আদালতে জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান। যদিও এই প্রথম নয়, এর আগে কলকাতা হাই কোর্টেও জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। এবার বসিরহাট জেলা আদালতে ফের একবার এই আবেদন জানালেন শাহজাহান।
উল্লেখ্য, ED-র ওপর হামলার ঘটনার পর প্রায় ৫৫ দিন ফেরার ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। এরপর মিনাখাঁ থেকে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। বর্তমানে আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI শাহজাহানের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্ত করছে।
সম্প্রতি শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ED। সেখানে বেশ কিছু বিস্ফোরক দাবি করা হয়েছে। বলা হয়েছে, কয়লা পাচার কাণ্ডেও যোগ ছিল শাহজাহানের। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ইতিমধ্যেই সেই প্রমাণও পাওয়া গিয়েছে। একইসঙ্গে চার্জশিটে দাবি করা হয়েছে, দুর্নীতির টাকায় ২৬১ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন সন্দেশখালির এই নেতা। জানা যাচ্ছে, বলপূর্বক প্রায় ১৮০ বিঘা মতো জমি দখল করেছেন তিনি। এছাড়াও ED-র পেশ করা চার্জশিটে শাহজাহানের আরও একাধিক ‘কুকীর্তি’র উল্লেখ রয়েছে বলে খবর।