বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলবন্দি শেখ শাহজাহান। বিগত প্রায় ৬ মাস ধরে জেলের চার দেওয়ালের মধ্যেই তাঁর জীবন কাটছে। এদিকে শাহজাহানের (Sheikh Shahjahan) অনুপস্থিতিতে সন্দেশখালিতে অনেককিছুই বদল হয়েছে। এবার যেমন আরও দু’টি বড় ঘোষণা হয়ে গেল।
জেলবন্দি অবস্থাতেই বড় ধাক্কা খেলেন শাহজাহান (Sheikh Shahjahan)!
একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে সংগঠন নিয়ে বিরাট বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সেনাপতি জানান, ৩ মাসের মধ্যে সংগঠনের খোলনলচে বদলে দেওয়া হবে। এই ঘোষণার পর এক মাসও হয়নি। এবার সন্দেশখালি থেকে শুরু হয়ে গেল সেই কাজ।
সন্দেশখালি কাণ্ডে বর্তমানে জেলে শাহজাহান। এবার তাঁর বদলে সন্দেশখালি ১ ব্লকের নতুন সভাপতি হিসেবে মিজানুর রহমানের নাম ঘোষণা করল তৃণমূল (Trinamool Congress)। অন্যদিকে সন্দেশখালি ২ ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ মল্লিককে। জানা যাচ্ছে, দমকলমন্ত্রী সুজিত বসু এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী নিজেদের মতো করে ভালো সংগঠক খুঁজে তাঁদের নাম প্রস্তাব করেন। এরপর সেই নামে সম্মতি দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। এরপরেই ঘোষণা করা হয় সন্দেশখালি ১ এবং ২ ব্লকের নতুন সভাপতিদের নাম।
আরও পড়ুনঃ আরজিকর কাণ্ডের জের! অবশেষে বিরাট শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তোলপাড়
সন্দেশখালি (Sandeshkhali) ১ ব্লকের নতুন সভাপতি মিজানুর এর আগে একটি গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন। বর্তমানে পঞ্চায়েত সদস্য। অন্যদিকে দিলীপ মল্লিক বর্তমানে সন্দেশখালি ২ ব্লকের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ। এই বিষয়ে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত বলেন, ‘দিদি সভাপতিদের নামে সম্মতি দেওয়ার পর রাজ্য সভাপতি তাঁদের নামে অনুমোদন দিয়েছেন। সুজিত বসু নতুন ব্লক সভাপতিদের নিয়োগ পত্র দিয়েছেন। সুতরাং সন্দেশখালির দুই ব্লকেই সাংগঠনিক কাজ করতে আমাদের এবার সুবিধা হবে’।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে শাহজাহান (Sheikh Shahjahan) গ্রেফতার হওয়ার পর থেকে এই দুই ব্লক সভাপতির পদ ফাঁকাই ছিল। ৬ মাসের মাথায় নতুন নাম ঘোষণা করা হল। এবারের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে জয়ী হলেও সন্দেশখালি বিধানসভায় প্রায় সাড়ে ৮ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। ২০২৬ বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় ঘাসফুল ফোটানোই লক্ষ্য জোড়াফুল শিবিরের।